IPL 2024: কলকাতা নাইট রাইডারসে নতুন বিদেশী তারকা

Phil Salt as Replacement for Jason Roy

আইপিএলের (IPL 2024) দামামা বেজে গিয়েছে। আর মাত্র কয়েক দিন পর থেকেই শুরু হচ্ছে আইপিএল ২০২৪। আগামী ২২ মার্চ থেকে এই বছরের আইপিএল শুরু হওয়ার কথা। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে সিএসকে এবং আরসিসবি। চেন্নাইতে অনুষ্ঠিত হবে প্রথম খেলা।

তবে কলকাতা নাইট রাইডারসে বিদেশী তারকা জেসন রয়ের এই বছর আই এলে খেলতে পারবে না বলে জানা গিয়েছে। একটি প্রেস বিবৃতিতে জানা গিয়েছে যে, ব্যক্তিগত কারণের জন্য এই বছরের আইপিএলে খেলবেন না এই ইংরেজ তারকা।

   

তাই কেকেআর শিবির বিদেশী ইংরেজ তারকার পরিবর্তে অন্য এক ইংরেজ তারকাকে দলে নিয়েছে। তাদের অফিশিয়াল সাইটে জানানো হয়েছে যে ফিল সল্টকে তাঁরা পরিবর্ত ব্যাটার হিসেবে নিয়েছেন। ১.৫ কোটি মূল্যে তাঁকে কেকেআর শিবির নিয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত গত মরশুমে জেসন রয়ের ঝাঁঝালো ব্যাটিং কেকেয়ার ফ্যানদের ভরসা জাগালেও তা বেশীদিন স্থায়ী হয়নি। গত মরশুমে কেকেআর পারফমেন্স খুব আহামরি ছিল না। উপরন্তু কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার গত মরশুমে একটিও ম্যাচ খেলেননি। শুধুমাত্র রিঙ্কু সিং-এর ব্যাটিং পারফমেন্স খবরের শিরোনামে উঠে এসেছিল! তবুও কেকেআর টিম কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল।

ইংরেজ তারকা বছর সাতশের ফিল সল্ট উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে খেলেন। বিশ ওভারের ফরম্যাটে তাঁর দুটি অর্ধশতক এবং দুটি শতরান আছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন