আগামী ২২ মার্চ থেকে শুরু হতে পারে IPL 2024

IPL Festival

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (Indian Premier League) ১৭তম আসর শুরুর তারিখ ঠিক হয়নি। এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও অনেক দিন ধরেই বলা হচ্ছিল ২২ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হতে পারে। এবার আরও একবার প্রকাশ্যে এল আইপিএল (IPL) চেয়ারম্যান অরুণ ধুমালের বয়ান।

আইএনএস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, অরুণ ধুমাল জানিয়েছেন যে ২২ মার্চ থেকেই টুর্নামেন্ট শুরু করার কথা ভাবা হচ্ছে।

   

কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, প্রথম ম্যাচটি চেন্নাই সুপার কিংসের উদ্বোধনী দিনে অর্থাৎ আইপিএল ২০২৪ শুরু হওয়ার দিন। এটা সত্যি হলে মহেন্দ্র সিং ধোনির ভক্তরা খুশি হতে পারেন। কারণ উদ্বোধনী দিনেই তাঁরা প্রিয় মাহিকে দেখা যেতে পারে।

সাধারণত দেখা যায় শুধু আগের আসরের ফাইনালিস্টরাই পরের মরসুমের উদ্বোধনী ম্যাচে খেলে। তবে এমন কোনও নিয়ম না থাকলেও পূর্ণাঙ্গ সূচি আসার পরই চূড়ান্ত কিছু জানা সম্ভব হবে।

কিছুদিন আগে একটি রিপোর্ট বেরিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে আইপিএলের সূচিও দুই ভাগে আসতে পারে। লোকসভা ভোটের দিনক্ষণের পরেই ঠিক করা হবে টুর্নামেন্টের সূচি কী হবে। চেয়ারম্যান অরুণ ধুমালও এ ব্যাপারে কিছু আভাস দিয়েছিলেন। 

আইপিএল ২০২৪-এর ব্যাপারে একটা জিনিস স্পষ্ট যে এবার আইপিএল হবে দেশেই। এর আগে ২০০৯ সালের লোকসভা নির্বাচনে পুরো টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকায় এবং ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হয়েছিল। 

তবে ২০১৯ সালের নির্বাচন সত্ত্বেও আইপিএল হয়েছিল ভারতে। এই টুর্নামেন্ট সম্পর্কে ধুমল স্পষ্ট করে দিয়েছেন যে তিনি পুরোপুরি দেশে টুর্নামেন্ট পরিচালনা করার মেজাজে রয়েছেন। তাঁর মতে, আইপিএল শুধু ভারতেই আয়োজন করা যাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন