অবশেষে সোমবার, অর্থাৎ আজ আইপিএল (IPL 2023) ফাইনাল শুরু হলেও বৃষ্টির জন্য আটকে যায় মাঝপথে। তবে গুজরাট টাইটানস তাদের কুড়ি ওভার নির্বিঘ্নে শেষ করতে পেরেছে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। স্পষ্ট জানান যে পরে বৃষ্টি আসার আশঙ্কা রয়েছে, তাই এমন সিদ্ধান্ত।
কিন্তু এদিকে গুজরাট টাইটানস সব মিলিয়ে ২১২ রান তুলে দেয়। শুরুতে স্বভাবসুলভ শুরু দিলেও শেষ ওবধি থাকতে পারেননি গুজরাটের তারকা শুভমন গিল। প্রথমে দীপক চাহারের হাতে একটি নিচু ক্যাচ দিয়ে ফেলেন। চাহার ক্যাচ নিতে না পারায় পুনর্জীবণ পান গিল। তখন তিনি ৩ রানে ব্যাটিং করছেন। তবে ২০ বলে ৩৯ রান করে ফিরে যান। রবীন্দ্র জাডেজার বলে স্যুইপ শট মারতে গেলে পিছন থেকে ধোনি উইকেটের বেল ফেলে দেন।
গিল চলে গেলেও রানের ভাটা পরতে দেয়নি দলের সিনিয়র ঋদ্ধিমান সাহা। ৩৯ বলে ৫৪ রান করেন তিনি। দীপক চাহারের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে।
“রান শো” তখনও বাকি! মাঠে রয়েছেন হার্দিক পান্ড্য, সাথে সাই সুদর্শন। শুরু থেকেই রান করা শুরু করেছিলেন তিনি। ৪ রানের জন্য আইপিএল সেঞ্চুরি হাতছাড়া হল তাঁর। মাথিশা পাথিরানার বলে শেষ ওভারে এলবিডাব্লু হয়ে ফিরে যান সুদর্শন। ২০৪ স্ট্রাইক রেটে ৪৭ বলে ৯৬ রৃন করেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার ও ৬টি ছক্কা!
চেন্নাইয়ের ঠিকশানা হিসাব মতো সবার থেকে কম রান দিয়েছেন। চার ওভারে ৩৬ রান দেন তিনি, তবে কোনো উইকেট পাননি। দীপক চাহার ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন একটি উইকেট। পাথিরানা চার ওভারে ৪৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট (সুদর্শন, রলিদ খান)।
চোখে পড়ার মতো শোচনীয় ফিল্ডিং করে চেন্নাইয়ের ফিল্ডাররা। দীপক চাহার তো ক্যাচ ছেড়েছেনই, এছাড়াও মিসফিল্ড, ওভারথ্রো ইত্যাদির জন্য নানা ভাবে অতিরিক্ত রান প্রাপ্তি হয় গুজরাটের। প্রথম ইনিংসের পর মাঝের সাক্ষাৎকারে প্রাক্তন সিএসকে ক্রিকেটর সুভ্রমনিয়াম বদ্রিনাথ পর্যন্ত বলেন যে কম করে ২০ রান এই করেই বেশি দিয়ে ফেলেছে সিএসকে।
ব্যাট করতে নেমে চেন্নাইয়ের হয়ে আপাতত ৩ বলে চার রান করেছেন ওপেনার রুতুরাজ গায়েকওয়াড। এর পরেই বৃষ্টি শুরু হওয়ায় খেলা স্থগিত হয়ে যায়।
জানা যাচ্ছে, রাত ০০:১০ থেকে খেলা পুণরায় শুরু হবে। তবে চেন্নাই খেলবে ১৫ ওভার!