IPL 2022 : আরসিবির উত্থানে পয়েন্ট তালিকায় নেমে গেল কেকেআর

মনোরঞ্জনে ভরপুর শনিবারের দ্বিতীয় ম্যাচ (IPL 2022)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটলস (RCB vs DC)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রম তালিকায়…

RCB IPL 2022 : আরসিবির উত্থানে পয়েন্ট তালিকায় নেমে গেল কেকেআর

মনোরঞ্জনে ভরপুর শনিবারের দ্বিতীয় ম্যাচ (IPL 2022)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটলস (RCB vs DC)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রম তালিকায় হয়েছে একাধিক বদল। ক্রম তালিকায় নেমে কলকাতা নাইট রাইডার্স (KKR) ছয় নম্বরে।

দ্বিতীয় ওভারে উইকেটের পতন। প্রথম তিন ব্যাটসম্যান ব্যর্থ। আরও এক পরাজয়ের হাতছানি নিয়ে ম্যাচ শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৭৫ রানে চার উইকেট হারিয়েছিল আরসিবি। সেখান থেকে দলকে লড়াকু রানের দিকে নিয়ে যান প্রথমে গ্লেন ম্যাক্সওয়েল এবং পরে শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক।

   

কলকাতা নাইট রাইডার্স ছাড়ার পর রানের বন্যা কার্তিকের ব্যাটে। সাত নম্বরে নেমে ৩৪ বলে ৬৬ রানের ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন পাঁচটি করে চার ও ছয়। চার নম্বরে নেমে ম্যাক্সওয়েলের সংগ্রহ ৫৫ রান, ৩৪ বলে। দীনেশের মতো অপরাজিত থেকেছেন শাহবাজ। ২১ বলে করেছেন ৩২ রান। কুড়ি ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স স্কোর ১৮৯/৫।

দ্বিতীয় ইনিংসে স্পট লাইটের প্রায় সবটাই ছিল ডেভিড ওয়ার্নার এর দিকে। অস্ট্রেলিয়ান ওপেনার নিজের দিনেও কি ভয়ঙ্কর হতে পারেন তা টের পেয়েছেন বেঙ্গালুরুর বোলাররা। ৩৮ বলে ৬৬ রান করে যখন সাজঘরে ফিরলেন তখন দিল্লির স্কোর ১১.৩ ওভারে ৯৪ রান। হাতে আটটি উইকেট। কুড়ি বিশের জমানায় এই টার্গেট চেজ অসম্ভব কিছু না।

অসম্ভব না হলেও এদিন দিল্লির ব্যাটসম্যানরা ফর্মে ছিলেন না। ওয়ার্নার ফেরার অধিনায়ক ঋষভ পন্থ ম্যাচের গতি নিজেদের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। ১৭ বলে ৩৪ রানের ইনিংস খেলে আউট হলেন মহম্মদ সিরাজের ওভারে। আর একটু ধৈর্য ধরতে পারলে হয়তো সুবিধা হতো দলের।

ওয়ার্নার এবং পন্থ ছাড়া দিল্লির আর কোনো ক্রিকেটার উল্লেখযোগ্য রান করতে পারেননি। এদিনের ম্যাচ জিততে পারলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রম তালিকায় উপরের দিকে উঠতে পারতো রাজধানী শহরের দল। ষষ্ঠ ম্যাচের পর চতুর্থ জয়ের সুবাদে অনেকটা ওপরে উঠে গেল আরসিবি। নেমে গেল কেকেআর।