IPL 2022: কিলার মিলারের দাপটে বেলাইন চেন্নাই এক্সপ্রেস

IPL 2022: গুজরাটকে চেপে ধরেও শেষ রক্ষা হল না চেন্নাইয়ের (CSK)। ফের বেলাইন জাড্ডু অ্যান্ড কোং। মূলত কিলার মিলারের কাছেই হার মানতে হল সিএসকে-কে। অবশ্য…

gujarat titans

short-samachar

IPL 2022: গুজরাটকে চেপে ধরেও শেষ রক্ষা হল না চেন্নাইয়ের (CSK)। ফের বেলাইন জাড্ডু অ্যান্ড কোং। মূলত কিলার মিলারের কাছেই হার মানতে হল সিএসকে-কে। অবশ্য ডেভিড মিলারের দোসর হয়েছিলেন আফগান স্পিনার রশিদ খান। তবে বল হাতে নয়, তিনিও বাইশগজে ঝড় তুললেন ব্যাট হাতে।

   

এমনিতেই এদিন গুরুদায়িত্ব ছিল রশিদের কাঁধে। চোটের জন্য হার্দিক পান্ডিয়া না খেলায় এই ম্যাচে গুজরাটকে নেতৃত্ব দেন রশিদ। টিম ম্যানেজমেন্টকে হতাশ করেননি তিনি। ২১ বলে ৪০ রান করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়ে আউট হন তিনি। তবে মিলার কিন্তু গুজরাটকে ৩ উইকেট জয় এনে দিয়েই মাঠ ছাড়েন।

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে ১৬৯ রান তোলে চেন্নাই সুপার কিংস। ফর্মে থাকা রবিন উথাপ্পার উইকেট শুরুতেই হারায় তারা। মইন আলিও বেশিক্ষণ টিকতে পারেননি। কিন্তু অফফর্ম কাটিয়ে এই ম্যাচে রানে ফিরলেন রুতুরাজ গায়কোয়াড এবং অম্বাতি রায়াডু। চলতি আইপিএলে প্রথমবার ঝলসে উঠল রুতুরাজের ব্যাট। সাজঘরে ফেরার আগে ৪৮ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে যান তিনি। ৩১ বল খেলে রায়াডুর অবদান ৪৬। শেষ দিকে ১২ বলে ২২ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রবীন্দ্র জাদেজা।

জবাবে ব্যাটিংয়ের শুরুটাও ভালো হয়নি গুজরাট টাইটান্সের। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় তারা। কিন্তু কিলার মিলার এদিন যেন প্রতিজ্ঞা করেই নেমেছিলেন, দলকে জিতিয়ে মাঠ ছাড়ার। সেইসঙ্গে ব্যাট হাতে রশিদ খানের অধিনায়কোচিত ঝোড়ো ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। হাতে ছিল তিন উইকেট। কিন্তু স্ট্রাইকে ছিলেন প্রোটিয়া তারকা।

জর্ডনের প্রথম দুই বলে কোনও রান করতে পারেননি মিলার। তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ফের ম্যাচ জমিয়ে দেন মিলার। চতুর্থ বলে একপ্রস্থ নাটক। ফুলটস বলে ক্যাচ আউট হন মিলার। কিন্তু বল কোমড়ের ছিল বলে শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ারের সাহায্য নিয়ে নো বল দেন অনফিল্ড আম্পায়ার। ফ্রিহিটের বলে চার হাঁকান মিলার। দুই রান নিয়ে এক বল বাকি থাকতে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দেন তিনি। ৫১ বলে ৯৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত থাকেন মিলার।