IPL 2022: নিজের পুরনো দলকে হেলায় হারাল রাহুল ব্রিগেড

Punjab defeated Kings by 20 runs

IPL 2022: হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস আগেই পাওয়া গিয়েছিল। হলও ঠিক তাই। তবে লো-স্কোরিং ম্যাচে শেষ হাসি হাসল লখনউ সুপার জায়ান্টস। প্রীতির পঞ্জাব কিংসকে ২০ রানে হারাল লোকেশ রাহুলের দল। গত মরসুমে অবশ্য বেশ কিছু ম্যাচে প্রীতি জিন্টার মুখের হাসি চওড়া করেছিলেন এই রাহুলই। পঞ্জাবের অধিনায়ক ছিলেন তিনি।

Advertisements

এদিন টসে জিতে লখনউকে ব্যাট করতে পাঠান মায়াঙ্ক আগরওয়াল। লখনউয়ের ম্যাচ থাকলেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনাটা যেন দ্বিগুণ হয়ে যায়। তার কারণ একমাত্র লোকেশ রাহুল। ইতিমধ্যেই চলতি আইপিএলে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। তবে এদিন কিন্তু চূড়ান্ত ব্যর্থ লখনউয়ের নেতা। মাত্র ৬ রান করে আউট হন তিনি।

দীপক হুডাকে সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন কুইন্টন ডি কক। তবে ৪৬ রান করে ডি কক ফিরতেই ধস নামে সুপার জায়ান্টসের ব্যাটিং লাইনআপে। ডি কক ফেরার পরই অপ্রত্যাশিত রানআউটের কবলে পড়েন হুডা (৩৪)। এরপর বাকিরা শুধু এসেছেন আর গিয়েছেন। কাগিসো রাবাডার পেস এবং রাহুল চাহারের ঘূর্ণির কোনও জবাব ছিল না ক্রুনাল-স্টোইনিস-বাদোনি-হোল্ডারদের কাছে।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে লখনউ। রাবাডা একাই নেন চারটি উইকেট। চাহারের ঝুলিতে গিয়েছে দুই উইকেট। একটি উইকেট পেয়েছেন সন্দীপ শর্মা।

Advertisements

জবাবে পঞ্জাবের শুরুটাও ভালো হয়নি। ২৫ রানে থমকে যায় মায়াঙ্কের ইনিংস। শিখর ধাওয়ানও (৫) দাগ কাটতে ব্যর্থ। অবশ্য শুধু মায়াঙ্ক বা গব্বর নন, রাজাপক্ষ (৯), লিভিংস্টোন (১৮) ও জীতেশ শর্মাও (২) এদিন ব্যর্থতার সরণিতে বয়ে যান। তিন নম্বরে নামা জনি বেয়ারস্টোকে সঙ্গ দিতে পারেননি কেউই। একবার রবি বিষ্ণোইয়ের গুগলিতে বোনা বনে যান ইংরেজ তারকা। আম্পায়ার তাঁকে লেগবিফোর আউট দিয়ে দেন। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

চামিরার বলে বেয়ারস্টো (৩২) আউট হতেই ম্যাচটি পঞ্জাবের কাছে স্রেফ নিয়মরক্ষার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১৩৩ রানে থমকে যায় প্রীতি জিন্টার দল। লখনউয়ের হয়ে ক্রুনাল পান্ডিয়া চার ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন সহ মাত্র ১১ রানের বিনিময়ে দুটি উইকেট নেন। সবথেকে বেশি নজর কেড়েছেন তরুণ মহসীন খান। চার ওভারে একটি মেডেন সহ ২৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি। লঙ্কান পেসার চামিরা নেন দুই উইকেট। চার ওভারে তিনি দেন মাত্র ১৭ রান। বিষ্ণোই নেন এক উইকেট।