IPL 2022 : ব্রাবর্নে সূর্যোদয়, আঁধারে কেকেআর

IPL 2022  Advertisements KKR : ১৭৫/৮     SRH : ১৭৬/৩ (১৭.৫ ওভার) আগের ম্যাচে দিল্লি ক্যাপিটলসদের বিরুদ্ধে পরাজয়। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে। ব্রাবর্ন স্টেডিয়ামে অন্ধকারে…

IPL 2022 

Advertisements

KKR : ১৭৫/৮

   

SRH : ১৭৬/৩ (১৭.৫ ওভার)

আগের ম্যাচে দিল্লি ক্যাপিটলসদের বিরুদ্ধে পরাজয়। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে। ব্রাবর্ন স্টেডিয়ামে অন্ধকারে কলকাতা নাইট রাইডার্স।

এদিনও দানা বাঁধেনি কলকাতা নাইট রাইডার্সের খেলা। প্রথম ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়। নীতিশ রানা (৩৬ বলে ৫৪ রান) এবং আন্দ্রে রাসেল (২৫ বলে ৪৯ রান) দলের হাল না ধরলেও হয়তো লড়াই করার মতো রান স্কোরবোর্ডে তুলতে পারতো না দল। অধিনায়ক শ্রেয়স করেছিলেন ২৫ বলে ২৮ রান। এই তিন ক্রিকেটার ছাড়া আর কেউই দুই অংকের রান করতে পারেননি সানদের বিরুদ্ধে। হায়দরাবাদের হয়ে তিনটি নটরাজনের এবং দুটি উইকেট উমরান মালিকের।

কলকাতার বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করছেন রাহুল ত্রিপাঠী। নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার।৩৭ বলে ৭১ রান করে আউট হয়েছিলেন তিনি। রান করার পাশাপাশি বল হাতে ছন্দে ছিলেন রাসেল।

রাসেল ছন্দে থাকলেও দলকে সরণিতে ফেরাতে পারেননি। কারণ এইদেন মার্করাম করেছিলেন ৩৬ বলে অপরাজিত ৬৮ রান।