IPL 2022: আইপিএল-এ করোনা নিয়ে কড়াকড়ি বিসিসিআই-এর 

২৬শে মার্চ শুরু হচ্ছে আইপিএল (IPL 2022)। এবার আইপিএল-এ করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর নিয়মের পথে হাঁটল বিসিসিআই (BCCI)।  জানা যাচ্ছে, আইপিএল-এর মাঝে বায়ো বাবল ভাঙলে…

IPL champions Chennai Super Kings

২৬শে মার্চ শুরু হচ্ছে আইপিএল (IPL 2022)। এবার আইপিএল-এ করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর নিয়মের পথে হাঁটল বিসিসিআই (BCCI)। 

জানা যাচ্ছে, আইপিএল-এর মাঝে বায়ো বাবল ভাঙলে বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের বায়ো বাবলের মধ্যে থেকেই খেলতে হবে। শুধু তাই নয়, তাঁদের পরিবারের সদস্যদেরও বোর্ডের নির্ধারিত কঠিন বায়ো বাবলের মধ্যেই থাকতে হবে। আর এই নিয়ম যাতে সকলে মেনে চলেন, সেজন্যই এবার আরও কড়া নির্দেশিকা বোর্ডের তরফে। কোনওরকম ভাবেই বোর্ডের তৈরি করা এই বায়ো বাবল ভাঙতে পারবেন না ক্রিকেটার ও তাঁদের পরিবারের সদস্য এবং আইপিএল-র সঙ্গে যুক্ত যে কোনও ব্যক্তি। এমনটা হলে তাঁকে কঠিন শাস্তি পেতে হবে। আর্থিক জরিমানা হিসেবে হতে পারে ১ কোটি টাকা। একইসঙ্গে সেই ক্রিকেটারকে আইপিএল-এর মঞ্চ থেকে এবারের জন্য নির্বাসিতও করা হতে পারে। 

   

ক্রিকেটারদের ক্ষেত্রে নিয়ম:

১. ম্যাচ অফিশিয়াল, ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজি অফিসিয়ালদের জন্য ৭ দিনের কোয়ারেন্টাইন।

২. দ্বিতীয়বার নিয়ম ভাঙলে এক ম্যাচ নির্বাসিত।

৩. তৃতীয়বার বায়ো বাবলের নিয়ম ভাঙলে আইপিএল থেকেই নির্বাসিত হবে সেই ক্রিকেটার/ম্যাচ কর্তারা।

৪. কোভিড পরীক্ষা না করালে ৭৫,০০০ টাকা জরিমানা দিতে হবে

ক্রিকেটারদের পরিবারের ক্ষেত্রে নিয়ম:

১. প্রথমবার নিয়ম ভাঙলে সেই পরিবারের সদস্যকে ফের ৭ দিনের জন্য কোয়ারেন্টাইনে যেতে হবে। 

২. সেই ক্রিকেটারকেও ফের ৭ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে। 

৩. যে ম্যাচ গুলোতে খেলতে পারবেন না তাঁরা ম্যাচ ফিও পাবেন না। 

৪. দ্বিতীয়বার নিয়ম ভাঙলে সেই পরিবারের সদস্যকে IPL মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হবে। 

ফ্র্যাঞ্চাইজিদের ক্ষেত্রে নিয়ম:

১. ক্রিকেটাররা নিয়ম ভাঙলে শাস্তি পেতে হবে IPL-এর ফ্র্যাঞ্চাইজিগুলোকেও।

২. প্রথম নিয়ম ভাঙার শাস্তি হিসেবে ১ কোটি টাকা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের।

৩. এরপরও নিয়ম ভঙ্গ হলে ম্যাচের পয়েন্ট কাটা যাবে।

৪. যদি কোনও ফ্র্যাঞ্চাইজি মাঠে ১২ জন ক্রিকেটারকে নামাতে অসমর্থ হয়, তবে তাদের টেকনিক্যাল কমিটির কাছে যেতে হবে।

৫. যদি কোনও ক্রিকেটার হেলথ ও সেফটি অফিসিয়ালসদের না জানিয়ে বাইরে চলে যান, তবে সেক্ষেত্রেও বড়সড় জরিমানা দিতে হবে সেই ফ্র্যাঞ্চাইজিকে।