বাংলাদেশে হবে আন্তর্জাতিক ‘নারী ফুটবল টুর্নামেন্ট’, ফিফা সভাপতিকে আমন্ত্রণ ইউনূসের

সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন (Bangladesh) বাংলাদেশ। এবার নারী ফুটবলের আন্তর্জাতিক আসর বসানোর উদ্যোগ নিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান (Muhammad Yunus) মুহাম্মদ ইউনূস । নোবেলজয়ী অর্থনীতিবিদের আমন্ত্রণ…

Bangladesh

সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন (Bangladesh) বাংলাদেশ। এবার নারী ফুটবলের আন্তর্জাতিক আসর বসানোর উদ্যোগ নিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান (Muhammad Yunus) মুহাম্মদ ইউনূস । নোবেলজয়ী অর্থনীতিবিদের আমন্ত্রণ জানিয়েছেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (FIFA) সভাপতিকে। জানা যাচ্ছে, আমন্ত্রণ নিয়ে ঢাকায় আসছেন ফিফা সভাপতি।

বিবিসি জানাচ্ছে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের আমন্ত্রণে যুব উৎসবে যোগ দেবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। জানুয়ারিতে বাংলাদেশে আসবেন তিনি।

   

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনে (জলবায়ু সম্মেলন) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ফিফা সভাপতি। এই সাক্ষাতে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে জিয়ান্নি ইনফান্তিনো’র সহযোগিতা চান মুহাম্মদ ইউনূস।

এর আগে, ২০১৯ সালে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। সেবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শন করেন তিনি।

সদ্য সাফ নারী ফুটবলে সেরা হয়েছে বাংলাদেশ। নেপাল থেকে জয়ী হয়ে ফেরার পর জাতীয় দলের সদস্যদের বিশেষ অভ্যর্থনা দেওয়া হয়। তাদের বড়সড় আর্থিক পুরস্কার দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।