HomeSports NewsIndia vs Malaysia : ফ্রিতে ভারত বনাম মালয়েশিয়ার ম্যাচ কোথায়, কখন দেখবেন...

India vs Malaysia : ফ্রিতে ভারত বনাম মালয়েশিয়ার ম্যাচ কোথায়, কখন দেখবেন জানুন

- Advertisement -

অক্টোবর মাসের শুরুতেই ভিয়েতনামের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল (India Football Team)। সেই ম্যাচে ১-১ গোলে ড্র করে কোন রকমে নিজেদের হার বাঁচিয়েছিলেন গুরপ্রীত সিং সন্ধুরা। এবার ১৮ নভেম্বর হায়দরাবাদের (Hyderabad) গাচিবৌলি স্টেডিয়ামে (Gachibowli Stadium) মালয়েশিয়ার (Malaysia) বিপক্ষে একক প্রীতি ম্যাচ খেলতে নামবেন ব্লু টাইগার্সরা। এই ম্যাচটি মানলো মার্কুয়েজের (Manolo Márquez) জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ তিনি ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও জয়ের মুখ দেখেনি ভারতীয় ফুটবল দল। ফ্রিতে ভারত বনাম মালয়েশিয়ার ম্যাচ কোথায় দেখতে (India vs Malaysia match watch on Free) পাওয়া যাবে রইল সেই বিষয়ে বিস্তারিত।

Manolo Marquez : মালেশিয়ার বিরুদ্ধে নামার আগে ফুটবলারদের নিয়ে ‘বিস্ফোরক’ মানোলো মার্কুয়েজ

   

সেপটেম্বরে আন্তঃ মহাদেশীয় কাপের পর, ভিয়েতনামের বিরুদ্ধেও সাফল্য পায়নি ভারতীয় ফুটবল দল (India Football Team)। মালয়েশিয়ার বিপক্ষে একক প্রীতি ম্যাচ হলেও ফারুক চৌধুরীদের সামনে এক নতুন সুযোগ এসে দাঁড়িয়েছে। এটি তাঁদের উন্নতির পথে একটি পদক্ষেপ এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রমাণ করার সুযোগ।

ভারতীয় দল বর্তমানে একটি ট্রানজিশন পিরিয়ডের মধ্যে রয়েছে, যেখানে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে। গত মাসের শুরুতে ভিয়েতনামের বিরুদ্ধে ১-১ ড্র করার পর, ভারতীয় ফুটবল দল এখনও জয় হাসিল করতে পারেনি। কোচ মানলো মার্কুয়েজ অবশ্যই এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন, কারণ এই ম্যাচটি তাঁর জন্য একটি বড় পরীক্ষা হতে চলেছে।

মালয়েশিয়া দলের শক্তি রয়েছে তাঁদের গতিশীল আক্রমণ ও সংগঠিত রক্ষণ। যদিও ভারতের দলটি তরুণ এবং উদ্যমী, তবে তাঁদের অভিজ্ঞ খেলোয়াড়রাও রয়েছেন, যারা ম্যাচের পরিস্থিতি সামলাতে সক্ষম। ভারতের ফুটবল ইতিহাসে এই ম্যাচটি একটি বিশেষ জায়গা করে নিতে পারে, কারণ বন্ধুত্বপূর্ণ ম্যাচ হলেও আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ের জন্য এটি গুরুত্বপূর্ণ।

ভারতীয় ফুটবল প্রেমীরা এই ম্যাচটি ফ্রিতে লাইভ দেখতে পারবেন স্পোর্টস ১৮ এবং জিও সিনেমাতে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular