নতুন ফুটবল সিজনে উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো কোনো ফুটবল ক্লাব লড়াই করতে চলেছে। যেটি বারাণসীর ইন্টার কাশি ফুটবল ক্লাব (Interkashi FC)। শুধু দেশের ফুটবলপ্রেমী ব্যক্তিবর্গ নয়, পাশাপাশি বিদেশের মাটিতে অবস্থিত তিনটি ফুটবল ক্লাবের ব্যাপক সক্রিয়তার মাধ্যমে গড়ে উঠেছে এই নয়া ফুটবল ক্লাব।
যাদের মধ্যে রয়েছে আটলেটিকো মাদ্রিদ থেকে শুরু করে এফসি এন্ডোরা ও ইন্টার এসক্যালডেসের মতো ক্লাব। এই আসন্ন আই লিগের জন্য নিজেদের শক্তিশালী দল নামানোই একমাত্র লক্ষ্য ছিল তাদের। সেজন্য গত মাসের শেষের দিকেই বিড পেপার জমা করার পর থেকে ক্লাবের লোগো ও জার্সি প্রকাশের দিকে বাড়তি নজর দেওয়া হয়।সেইমতো দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের দিকে ও দেওয়া হয়েছে সমান নজর।
উল্লেখ্য, গত সুপার কাপের পর থেকে আইএসএল ও আইলিগের দলগুলো নতুন করে ঘর গোছানোর কাজে হাত দিলেও বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে ছিল উত্তরপ্রদেশের এই ফুটবল দল। তবে দেরিতে হলেও চমক দিতে ছাড়েনি এই নয়া ফুটবল দল। অবশেষে আসন্ন আইলিগ মরশুমের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইন্টারকাশি দল। যেখানে দলের গোলরক্ষক হিসেবে রয়েছেন নিখিল ডেকা। বর্তমানে একমাত্র তার নাম থাকলেও রেজিস্ট্রেশনের পর সংযুক্ত হবে আরও একাধিক নাম।
পাশাপাশি দলের রক্ষনভাগে রয়েছেন লালরুয়াথারা, অনীল চৌহান,দীপক ডেবরানি, কোজাম বিয়ং, সন্দীপ মান্ডি ও তেজস কৃষ্ণা। মাঝমাঠের তারকা ফুটবলারদের মধ্যে আছেন নিকুম গায়মার, তোম্বা সিং, মহম্মদ আসিফ খান, ও শেহনাজ সিং। এছাড়াও দলের রক্ষনভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন, মুহম্মদ আজসল, জ্যাকিচাঁদ সিং, ইশান বিক্রম সিং ও এডমন্ড লারিনডিকা।