আই লিগে (I-League 2023) এবার নিজেদের প্রথম মরশুম শুরু করেছে ইন্টারকাশি ফুটবল (Interkashi FC) দল। স্বাভাবিকভাবেই মরশুমের শুরু থেকেই তাদের উপর নজর ছিল সকলের। গত কয়েকদিন আগেই শক্তিশালী দল গোকুলাম কেরালা এফসিকে আটকে দিয়ে সকলকে চমকে দিয়েছিল বারাণসীর এই ফুটবল ক্লাব।
যা নিঃসন্দেহে ছিল বড়সড় চমক। তবে সেই পারফরম্যান্স আর ধরে রাখা সম্ভব হলনা তাদের দ্বিতীয় ম্যাচে। নির্ধারিত সূচী অনুযায়ী আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে শ্রীনিধি ডেকানের মুখোমুখি হয়েছিল ইন্টারকাশি ফুটবল ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ৪-১ গোলের ব্যবধানে সেই ম্যাচে পরাজিত হয় কাশি ফুটবল দল। যা দেখে হতাশ সকলেই। শ্রীনিধি ডেকানের হয়ে গোল করেন যথাক্রমে রোশোনবাথ, পবন, বাউটিলং, লালবিয়াক লিয়ানা। অন্যদিকে, সান্তামারিনার দলের হয়ে একটি মাত্র গোল করেন মারিও বার্কো।
উল্লেখ্য, গত ম্যাচে ড্র করার দরুণ আজ শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে মাঠে খেলতে নেমেছিল পিটার হার্টলি সহ দলের অন্যান্য ফুটবলাররা। কিন্তু তা হারিয়ে গেল ম্যাচের শেষে। ঠিক ৩৮ মিনিটের মাথায় শ্রীনিধি ডেকানের হয়ে প্রথম গোল করেন রোশেন বাথ। যারফলে, কিছুটা হলেও চাপে পড়ে যায় আই লিগের এই নয়া ফুটবল দল। প্রথমার্ধের শেষে সেই ১ গোলের ব্যবধানেই এগিয়ে থাকে দল।
অন্যদিকে, নিজেদের পুরোনো ছন্দ বজায় রেখে ম্যাচের দ্বিতীয়ার্ধে ঠিক ৫৬ মিনিটের মাথায় গোল করেন পবন। তারপর ইন্টারকাশি দলের তরফ থেকে বারংবার গোল শোধ করার চেষ্টা দেখা গেলেও ফিনিশ করা সম্ভব হয়নি তাদের পক্ষে। অপরদিকে, ৭৬ মিনিটের মাথায় তৃতীয় গোল তুলে নেয় শ্রীনিধি। এবার গোল করেন বাউটিলং। তারপর নির্ধারিত নব্বই মিনিটের কিছুটা সময় আগে শ্রীনিধির হয়ে চতুর্থ গোল করেন লালবিয়াক। যারফলে, একেবারে ধরাশায়ী হয়ে যায় বারাণসীর এই ফুটবল দল।
তবে ম্যাচের শেষের দিকে অর্থাৎ অতিরিক্ত সময়ের দিকে একটি মাত্র গোল করে ব্যবধান কমান বার্কো। তবে আজকের এই ফলাফল নিয়ে যথেষ্ট হতাশ সকলেই। এখন এই পরাজয় ভুলে তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া অরিন্দম ব্রিগেড।
Full time, Mario's first goal of the campaign comes a little late as we go down fighting in Hyderabad.#InterKashi #HarHarKashi #IndianFootball #ILeague pic.twitter.com/nL9dc8X658
— Inter Kashi (@InterKashi) November 3, 2023