পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী জুনের ৯ তারিখ থেকে ওডিশায় আয়োজিত হতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল ফুটবল (Intercontinental Cup) টুর্নামেন্ট। যা চলবে দীর্ঘ ১৮ জুন পর্যন্ত। যেখানে ভারতের পাশাপাশি অংশ নিতে চলেছে মাঙ্গোলিয়া ,লেবানন ও ভানুয়াতুর মতো দেশ। ত্রিদেশীয় টুর্নামেন্টের পর এখন এই কাপের দিকেই তাকিয়ে সকলে।
উল্লেখ্য, গত ২০১৯ সালে শেষবারের মতো আয়োজিত হয়েছিল এই টুর্নামেন্ট। তবে এবার তৃতীয় সংস্করন হিসেবে আত্মপ্রকাশ করছে এই ফুটবল টুর্নামেন্ট। আগের সিজন গুলিতে ভারতের অন্যতম দুই জনপ্রিয় শহর মুম্বাই ও আমেদাবাদ কে নির্বাচিত করা হলেও এবার সোজা ভুবনেশ্বরে এই কাপ আয়োজন করতে চলেছে ভারতীয় ফুটবল সংস্থা।
অবশেষে আজ প্রকাশিত হল সেই টুর্নামেন্টের সময় নির্ঘন্ট। সূচি অনুযায়ী আগামী ৯ ই জুন মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ খেলে নিজেদের অভিযান শুরু করছে ভারত। তারপর দিনদুয়েক বিশ্রাম নিয়ে, ১২ই জুন ভানুয়াতুর মুখোমুখি হবে সুনীল ব্রিগেড। শেষ ম্যাচ আয়োজিত হবে লেবাননের সাথে। সেটি অনুষ্ঠিত হবে ১৫ই জুন। উল্লেখ্য, এবারের এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। তবে কোন মাধ্যমে সম্প্রচারিত হবে তা এখনো ঠিক না হলেও মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।
মাসকয়েক আগেই ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে মায়ানমার ও কিরঘিজ রিপাবলিকান কে হারিয়ে কাপ জিতেছিল সুনীল-গুরপ্রীতরা। সেই একই ফর্ম এবার ধরে রাখতে মরিয়া সকলে। সেইমতো, কিছুদিন আগেই দলের অনুশীলনের জন্য মোট ৪১ জন খেলোয়াড়রের নাম ঘোষনা করেছিলেন কোচ ইগর স্টিমাচ। বলা হয়েছে, সব ঠিকঠাক থাকলে চলতি মে মাসের মাঝামাঝি সময় থেকেই ভুবনেশ্বরের বুকে শিবির শুরু করবেন তিনি।