ইন্টারকন্টিনেন্টাল কাপের আগে সেজে উঠছে গাছিবাউলি স্টেডিয়াম

দিন কয়েকের অপেক্ষা মাত্র। তারপরেই আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup 2024)। যেটি অনুষ্ঠিত হবে নিজামের শহর অর্থাৎ হায়দরাবাদে। ভারতীয়…

Gachibowli Stadium

দিন কয়েকের অপেক্ষা মাত্র। তারপরেই আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup 2024)। যেটি অনুষ্ঠিত হবে নিজামের শহর অর্থাৎ হায়দরাবাদে। ভারতীয় ফুটবলে দলের পাশাপাশি যেখানে এবার অংশ নিতে চলেছে সিরিয়া এবং মরিশাসের মতো ফুটবল দল। যারফলে এবারের খেতাব জয় কিছুটা হলেও চ্যালেঞ্জিং হতে গুরপ্রীত সিং সিন্ধুদের কাছে‌। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই নতুন করে সেজে উঠছে সেখানকার গাছিবাউলি স্টেডিয়াম।

ইন্ডিয়ান সুপার লিগের হায়দরাবাদ এফসির হোম গ্ৰাউন্ড হিসেবে পরিচিত নিজামের শহরের এই ফুটবল স্টেডিয়াম। এমনকি আগত মরসুমে ও ঘরের মাঠের সমস্ত ম্যাচ এখানে খেলতে চলেছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। তবে সেখানেই শেষ নয়। এবার ইন্টারকন্টিনেন্টাল কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট ও আয়োজিত হতে চলেছে এখানে। তাই নতুন করে সাজানো হচ্ছে গোটা মাঠকে।

   

এমনকি দর্শকদের কথা মাথায় রেখে অতিরিক্ত বাকেট সিটের পাশাপাশি থাকছে অন্যান্য ব্যবস্থা। হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই শুরু হবে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে। সেজন্য অতি দ্রুততার সাথে এগোচ্ছে সমস্ত কাজ। জানা গিয়েছে, এই ফুটবল স্টেডিয়াম পুনঃনির্মাণের জন্য যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে তেলেঙ্গানা সরকার। গোটা কাজটি সম্পন্ন করার জন্য প্রায় ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তাঁদের তরফে।

বর্তমান ফিফা তালিকা অনুযায়ী ৯৩ নম্বরে রয়েছে সিরিয়া এবং ১৭৯ নম্বরে রয়েছে মরিশাস। তাই মরিশাসের বিপক্ষে জয় পাওয়া অপেক্ষাকৃত সহজ হলেও সিরিয়াকে হারাতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে মানোলো মার্কুয়েজের ব্লু টাইগার্সদের। উল্লেখ্য, গতবারের এই টুর্নামেন্টে শক্তিশালী লেবানন দলকে ট্রাইবেকারে পরাজিত করে খেতাব জয় করেছিল সুনীল ছেত্রীর ভারতীয় ফুটবল দল। নতুন মরসুমে সেই ট্রেন্ড বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য সকলের।