Lionel Messi: মেসি জমানায় ৫ গোল খেল ইন্টার মায়ামি

Inter Miami 5 Goals

লিওনেল মেসি (Lionel Messi) জমানায় সব থেকে বেশি গোল হজম করল ইন্টার মায়ামি। ম্যাচের শুরুটা ভালো করলেও পরের দিকে খেই হারিয়ে ফেলে ডেভিড বেকহ্যামের দল। রবিবার আটলান্টা ইউনাইটেড তার দলকে পাঁচ গোল দিয়েছে।

লিওনেল মেসিকে দলে নেওয়ার পর থেকে কার্যত অপ্রতিরোধ্য দেখিয়েছে ইন্টার মায়ামিকে। তবে এদিনের ম্যাচে মেসি খেলেননি। মায়ামি কোচ তাতা মার্টিনো জানিয়েছেন, পেশির ক্লান্তির জন্য আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে অনুপস্থিত ছিলেন মেসি। মাঠে তার থাকা এবং না থাকার মধ্যে পার্থক্যটা কতটা সেটার প্রমাণ এদিনের এই ম্যাচ।

   

গোল করে প্রথমে এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি। অসাধারণ একটি গোল। এই গোল দেখলে ফুটবলের প্রতি প্রেম আরও বেড়ে যেতে বাধ্য। দূর পাল্লার শট বারে লেগে চলে গিয়েছিল মায়ামি ফুটবলার লিও কাম্পানার কাছে। তার সামনে তখন আটলান্টার গোলকিপার সহ তিনজন ফুটবলার। দুই টাচে ডিফেন্ডারের কাটিয়ে তৃতীয় টাচে জোরালো শট। মেজর লীগ সকারের দর্শকরা দেখলেন টুর্নামেন্টের অন্যতম সেরা গোল।

এরপর শুধু মায়ামির গোল হজম করার পালা। তাদের বিপক্ষে স্কোরলাইন ৫-২। কাম্পানা পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেছিলেন। আটলান্টার করা পাঁচটি গোলের মধ্যে দুটি বিতর্কিত। মেজর লীগ সকারে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সুবিধা নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন