HomeSports Newsগোকুলাম কেরালার ফুটবলারকে দলে নেওয়ার পথে ইন্টারকাশি

গোকুলাম কেরালার ফুটবলারকে দলে নেওয়ার পথে ইন্টারকাশি

- Advertisement -

এই সিজনে ফুটবলপ্রেমীদের যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করেছে ইন্টারকাশি ফুটবল ক্লাব (Inter Kashi FC)। বলতে গেলে বারানসীর একমাত্র ফুটবল ক্লাব হিসেবে এবছর আইলিগে অংশগ্রহণ করেছিল এই দল। তবে শুধুমাত্র দেশীয় ফুটবলপ্রেমী মানুষদের প্রচেষ্টা নয়। এক্ষেত্রে বিদেশ থেকেও ব্যাপক সাহায্য পেয়েছে দল।

বিশেষ করে স্পেনের বেশ কিছু ফুটবল ক্লাবের ছত্রছায়ার ভিত্তিতে গড়ে ওঠে দল। যেখানে আইলিগের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার এবং কোচের সমন্বয় আইলিগ অভিযান শুরু করে দল। ব্রিটিশ তারকা পিটার হার্টলি থেকে শুরু করে মারিও বার্কোভিলারের মতো ফুটবলারদের দলে টেনেছিল এই ক্লাব।

   

তাছাড়া ভারতীয় ফুটবলারদের মধ্যে সুমিত পাসি থেকে শুরু করে গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের মত ফুটবলারদের দলে টেনেছিল বারানসীর এই ফুটবল দল। শুরুটা কিছুটা হতাশাজনক হলেও পরবর্তীতে বেশ কয়েকটি ম্যাচ জিতে সকলকে চমকে দিয়েছিল এই নতুন দল। যদিও সেই ধারা বজায় রাখা সম্ভব হয়নি। কলকাতা ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের দাপটে কার্যত দিশেহারা হয়ে যেতে হয় তাদের। পরবর্তীতে একের পর এক ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স। তাই সময়ের সাথে সাথে চ্যাম্পিয়নশিপের থেকে অনেকটাই দূরে চলে আসে এই দল। কিন্তু প্রথম সিজনেই যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে তাদের।

তবে নিজেদের ভুল ভ্রান্তি শুধরে নিয়ে পরবর্তী মরশুম শুরু করতে চায় ইন্টারকাশি। সেইমতো বেশ কিছু ফুটবলারদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ম্যানেজমেন্ট। তাদের মধ্যে এবার উঠে আসলো শ্রীকুত্তন ভিরুথিয়িল সন্তোষের নাম। যিনি শ্রীকুত্তন ভিএস নামেই সকলের কাছে অধিক পরিচিত। বলাবাহুল্য, এই মরশুমে শক্তিশালী গোকুলাম কেরালা এফসির হয়ে খেলেছিলেন এই মিডফিল্ডার। ১৭টি ম্যাচে ৭টি গোল কন্ট্রিবিউশন থেকেছে এই ফুটবলারের। বলতে গেলে দুই উইংয়ে ও যথেষ্ট সফল এই খেলোয়াড়। এবার তাকেই চূড়ান্ত করার পথে ইন্টারকাশি।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular