গত ফুটবল মরসুম থেকেই আইলিগে অংশগ্রহণ করছে ইন্টার কাশী ফুটবল ক্লাব (Inter Kashi FC)। সেবার ভালো পারফরম্যান্স করে ও আসেনি সাফল্য। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। সেই সমস্ত কিছু ভুলে এবার সাফল্য পেতে বদ্ধপরিকর বারাণসীর এই ফুটবল দল। সেজন্য এবার দলের অন্দরে একাধিক বদল এনেছে ম্যানেজমেন্ট। পুরনো কোচকে বিদায় জানিয়ে স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব । তাঁর তত্ত্বাবধানেই এবারের আইলিগ অভিযান শুরু করেছে সুমিত পাসিরা। ফুটবল ক্লাব। এই হাইপ্রোফাইল কোচের হাত ধরে আইলিগের প্রথম ম্যাচ থেকেই ভালো পারফরম্যান্স করে আসছে গোটা দল।
তাঁরা পরাজিত করেছিল স্পোটিং ক্লাব বেঙ্গালুরুকে। পরবর্তীতে ও বজায় থেকেছে সেই জয়ের ধারা। মাঝে চার্চিল ব্রাদার্স থেকে শুরু করে রিয়াল কাশ্মীরের মতো দল গুলির কাছে আটকে যেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি হাবাসের ছেলেদের। গত সোমবার আইলিগের অ্যাওয়ে ম্যাচে নামধারী এফসিকে পরাজিত করেছে ইন্টার কাশী ফুটবল ক্লাব। এই জয়ের সুবাদে বর্তমানে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে জনি কাউকোরা। সমান সংখ্যক ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে চার্চিল ব্রাদার্স।
তবে এখনও পর্যন্ত অনেকটাই বাকি রয়ে গিয়েছে টুর্নামেন্ট। সেজন্য সবদিক বিচার বিবেচনা করে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দলের মধ্যে একাধিক বদল আনতে বদ্ধপরিকর ক্লাব গুলি। পাশাপাশি নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে দলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে সকলের। এক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই বারাণসীর এই ফুটবল ক্লাব। বিশেষ সূত্র মারফত খবর, দলের মাঝমাঠকে আরও শক্তিশালী করে তুলতে এবার নাকি এক ভারতীয় মিডফিল্ডারের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের। তিনি শেখ সাহিল। একটা সময় কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান দলের হয়ে আইলিগ জিতে ছিলেন বাংলার এই ফুটবলার।
পরবর্তীতে জামশেদপুর ম্যাচে পাশাপাশি খেলেছিলেন একাধিক ফুটবল দলে। সেখান থেকেই চলতি মরসুমের শুরুতে যোগদান করেছিলেন আইলিগের ক্লাব স্পোটিং ক্লাব বেঙ্গালুরুতে। এখনও পর্যন্ত সেই দলের হয়ে খেলতে পেরেছেন মাত্র তিনটি ম্যাচ। শোনা যাচ্ছে এবার নাকি তাঁকেই চূড়ান্ত করে ফেলেছে ইন্টার কাশী। সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছে অনেকটা দূর। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই বারাণসীর এই ফুটবল ক্লাবের জার্সিতে খেলতে দেখা যেতে পারে সাহিলকে।