আগত আইলিগ মরশুমে নিজেদের খেলার সুযোগ পাওয়ার পর থেকেই জোর কদমে দল গঠনের কাজে নেমে পড়েছিল ইন্টার কাশি ফুটবল ক্লাব (Inter Kashi FC)। বলা যায়, উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে এই ক্লাব। মূলত দেশের কিছু ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবল ক্লাবের হাত ধরে এবার জাতীয় স্তরের টুর্নামেন্টে খেলতে নামছে ইন্টারকাশি। এই প্রথম বছরেই নিজেদের অন্যতম শক্তিশালী দল তৈরি করে প্রতিপক্ষ ক্লাব গুলিকে বিরাট চ্যালেঞ্জ দেওয়ার পাশাপাশি ট্রফি জয়ের কাছাকাছি আসাই একমাত্র লক্ষ্য তাদের।
সেইমতো একের পর এক দেশি ও বিদেশি ফুটবলার নির্বাচন করে তাদের ম্যানেজমেন্ট। যেখানে ইন্ডিয়ান সুপার লিগের একের পর এক দাপুটে ফুটবলারদের পাশাপাশি নতুন মুখকে ও সুযোগ দেওয়া হয়েছে প্রবলভাবে। প্রাক্তন লাল-হলুদ তারকা সুমিত পাসি থেকে শুরু করে অরিন্দম ভট্টাচার্যের মতো ফুটবলারদের পাশাপাশি দাপুটে ব্রিটিশ তারকা পিটার হার্টলিকে ও আনা হয় এই ক্লাবে। তারপর গত কয়েকদিন আগে থেকে আইলিগের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করতে থাকে এই ক্লাব।
যার মধ্যে গত কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছে পিটার হার্টলি থেকে শুরু করে স্প্যানিশ তারকা জুলেন পেরেজের নাম। এবার সেই তালিকায় যুক্ত হলেন বছর পঁচিশের এক ভারতীয় লেফট ব্যাক। তিনি জন ম্যানুয়েল পেরেইরা। পূর্বে আইলিগ জয়ী দল ডেম্পো স্পোর্টস ক্লাবে খেলেছেন এই তারকা। এবার সেখান থেকেই ইন্টার কাশির জার্সিতে খেলবেন নয়া আইলিগ মরশুম।