Inter Kashi FC: এই ভারতীয় ফরোয়ার্ডকে চূড়ান্ত করল ইন্টারকাশি, চিনুন

Bidyashagar Singh

গত বছর আইলিগে যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল ইন্টারকাশি ফুটবল ক্লাবের (Inter Kashi FC)। শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও সময়ের সাথে সাথে জয় পেতে শুরু করেছিল এই ক্লাব। কিন্তু শেষ রক্ষা হয়নি। টুর্নামেন্টের দ্বিতীয় লেগে একের পর এক ম্যাচে পরাজিত হয়ে অনেকটাই পিছিয়ে পড়ে দল। কিন্তু নতুন মরশুম থেকে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই ফুটবল ক্লাব। তাই গতবারের তুলনায় বাজেট বাড়িয়েই দল গড়ছে বারানসীর এই ক্লাব। মূলত আইলিগের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়ারদের রেখেই তৈরি হচ্ছে নতুন দল।

এসবের মাঝেই এবার তারা চূড়ান্ত করল এক ভারতীয় ফুটবলারকে। তিনি বিদ্যাসাগর সিং। শেষ কয়েক বছরে আই লিগের পাশাপাশি আইএসএলে ও যথেষ্ট সক্রিয় থেকেছেন এই ভারতীয় ফরোয়ার্ড। বেঙ্গালুরু এফসির পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এবং পাঞ্জাব এফসিতে ও খেলেছেন বছর ছাব্বিশের এই ফুটবলার।

   

কিছুদিন আগেই তার সঙ্গে চুক্তি শেষ হয়েছিল পাঞ্জাবের। তাকে ধরে রাখতে আর আগ্রহ দেখায়নি এই ফুটবল ক্লাব। এরপর থেকেই আইলিগের একাধিক ক্লাবের তরফ থেকে প্রস্তাব পাঠানো হয় বিদ্যাসাগর সিংয়ের কাছে। বাকিদের থেকে অনেকটাই এগিয়ে থাকে ইন্টারকাশি। বিশেষ সূত্র মারফত খবর, নতুন ফুটবল সিজনে আইলিগের এই ফুটবল ক্লাবেই খেলবেন তিনি।

শেষ মরশুমে পিটার হার্টলি থেকে শুরু করে মারিও বার্কোভিলারের মতো ফুটবলারদের দলে টেনেছিল এই ক্লাব। এছাড়াও ভারতীয় ফুটবলারদের মধ্যে সুমিত পাসি থেকে শুরু করে গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের মত ফুটবলারদের ও দেখা গিয়েছিল এই দলের জার্সিতে। খুব একটা সাফল্য না এলেও এবার খেতাব জয়ের জন্য মরিয়া ইন্টারকাশি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন