I-League: যাত্রা শুরু করছে ইন্টারকাশি, যথেষ্ট আশাবাদী কোচ সান্তামারিনা

Carlos Santamarina

কিছুদিন আগেই নয়া আইলিগ (I-League) মরশুমের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ইন্টারকাশি (Inter Kashi) ফুটবল ক্লাব। যেখানে প্রথমদিকে হাতে গোনা কয়েকজন ফুটবলারের নাম থাকলে ও পরবর্তীতে ক্রমশ দীর্ঘ হতে থাকে সেই তালিকা। ম্যানেজমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে রেজিস্ট্রেশন অনুযায়ী নাম নথিভুক্ত করা হবে নয়া ফুটবলারদের। সেইমতো সময় এগোনোর সাথে সাথে একের পর এক দাপুটে ফুটবলারদের দেখা গিয়েছে দলের স্কোয়াডে। যার মধ্যে ছিলেন জুলিন পেরেজ থেকে শুরু করে বিকাশ সিং পিজমের মতো একাধিক দেশীয় দাপুটে ফুটবলাররা।

Advertisements

পরবর্তীতে পেরেজের পাশাপাশি একাধিক স্প্যানিশ তারকাকে দলে যুক্ত করে এই নয়া ফুটবল ক্লাব। যারমধ্যে অন্যতম হলেন জর্ডন লামেলা। শেষ ফুটবল মরশুমে স্পেনের অ্যান্তোনিয়ানোর হয়ে খেলেছেন বছর বাইশের এই তরুণ। চোখ ধাঁধানো পারফরম্যান্সের কথা মাথায় রেখেই এবার এই লেফট উইঙ্গারকে দলে টেনেছে ইন্টারকাশি ফুটবল দল। স্পেনের গন্ডি ছাড়িয়ে প্রথমবারের মতো এসেছেন ভারতে। এছাড়াও সময়ের সাথে সাথে স্কোয়াডে যুক্ত করা হতে থাকে আরও ফুটবলারদের।

এসবের মাঝেই আজ সকালের দিকে তাদের তরফ থেকে প্রকাশ করা হয় দলের নতুন জার্সি। ঘন্টা কয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই সম্পর্কিত পোস্ট আপলোড করা হয় ইন্টারকাশির তরফ থেকে। যেখানে অ্যাওয়ে কিট পড়ে থাকতে দেখা যায় এই মরশুমের অধিনায়কদের। যাদের মধ্যে মধ্যমনি হিসেবে ছিলেন ব্রিটিশ তারকা পিটার হার্টলি। পাশাপাশি দেখা গিয়েছে অরিন্দম ভট্টাচার্যকে। উল্লেখ্য, একেবারে নীল রঙের পাশাপাশি কালো রঙের ডোরাকাটা ছাপ দেখা গিয়েছে তাদের জার্সিতে। সেইসাথে রয়েছে নীল প্যান্ট। যা সহজেই নজর কাড়ছে অনুরাগীদের।

Advertisements

আগামীকাল শক্তিশালী দল গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করতে চলেছে ইন্টারকাশি ফুটবল ক্লাব। এক কথায় বলতে গেলে নয়া ইতিহাস সৃষ্টি করার পথে ইন্টারকাশি। তার আগে দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী থেকেছেন জামশেদপুর এফসির প্রাক্তন কোচ তথা ইন্টারকাশির বর্তমান কোচ কার্লোস সান্তামারিনা। আজ ঘন্টাকয়েক আগে ম্যাচ নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। সাথে দেখা যায় দলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যকে।

উল্লেখ্য, এই মরশুমে পিটার হার্টলির পাশাপাশি অধিনায়ক হিসেবে দেখা যাবে এই বাঙালি ফুটবলারকে। আজ বৈঠক থেকে সান্তামারিনা বলেন, আমরা এই ক্লাবের হয়ে আইলিগের প্রথম ম্যাচ খেলার জন্য যথেষ্ট উৎসাহী। এক কথায় আমরা এক নয়া ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই ম্যাচে আমাদের সকলেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।