আশা অনুযায়ী ব্যাট করতে পারেনি ভারত। শুরুর দিকে যেরকম মেরে খেলা শুরু করেছিল, শেষে দলের খেলা তেমনই মিইয়ে গিয়েছিল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের স্লো উইকেটে ক্রমে সমস্যায় পড়ল ভারতের ব্যাটসম্যানরা।
ইনিংসের শুরুটা ভালো করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। শুভমন গিল তাড়াতাড়ি আউট হলেও তার জবাব টের পেতে দেননি বিরাট কোহলি (৫৪ রান)। বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল ম্যাচেও করলেন হাফ সেঞ্চুরি। রোহিত বড় রান না পেলেও ৪৭ রানের প্রয়োজনীয় ইনিংস খেলেছেন। বিরাট প্যাট কামিন্সের বলে বোল্ড হওয়ার পর নড়বড়ে দেখাতে শুরু করে ভারতের ব্যাটিং অর্ডার। বড় কোনো পার্টনারশিপ আর গড়ে উঠতে দেয়নি অস্ট্রেলিয়া।
বিরাট কোহলির পর উইকেটে টিকে থেকে দলের হাল ধরেছিলেন লোকেশ রাহুল। ১০৭ বলে ৬৬ রানের ইনিংসে ধৈর্য্যের পরীক্ষা দিয়েছেন তিনি। মাত্র একটি বাউন্ডারি রয়েছে রাহুলের ইনিংসে। রানের গতি বাড়ানোর জন্য আগে ব্যাট করতে পাঠানো হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। তিনিও বিশেষ কিছু করতে পারেননি। সূর্যকুমার যাদব ফর্মে থাকলে শেষ দশ ওভারেই ম্যাচের ছবি অন্যরকম করে দিতে পারতেন। কিন্তু তিনি যথারীতি অফ কালার। ৫০ ওভারে ভারতের স্কোর ২৪০। তিন উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। দুটি করে উইকেট প্যাট কামিন্স ও জশ হেজেলউডের নামে।
Innings Break!#TeamIndia post 2⃣4⃣0⃣ on the board!
6⃣6⃣ for KL Rahul
5⃣4⃣ for Virat Kohli
4⃣7⃣ for Captain Rohit SharmaOver to our bowlers now 👌
Scorecard ▶️ https://t.co/uVJ2k8mWSt #CWC23 | #MenInBlue | #INDvAUS | #Final pic.twitter.com/22oteriZnE
— BCCI (@BCCI) November 19, 2023