ততক্ষণে কালো হয়ে গিয়েছিল কলকাতার আকাশ। জৈষ্ঠ্যের বিকেলে অকাল সন্ধ্যা। এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) বনাম বসুন্ধরা কিংস (Basundhara Kings) ম্যাচের কিক-অফ হওয়ার মিনিট পাঁচ পরেই উঠল ঝড়। সঙ্গে বৃষ্টি, আকাশের গর্জন। মাঠে উড়ে এসে পড়ল বিজ্ঞাপনী কোম্পানির বিলবোর্ড। খেলা থমকে গিয়েছিল একাধিকবার। তারপরেও ম্যাচ চালিয়ে যেতে চেয়েছিলেন রেফারি।
শনিবার দুপুরের পর থেকে কলকাতার আকাশে মেঘ জমতে শুরু করেছিল। চারটের পর পুরো অন্ধকার। তা-ও সল্টলেক স্টেডিয়ামে শুরু হয়েছিল ম্যাচ। কিন্তু খেলা বেশিক্ষণ চালানো সম্ভব হয়নি। প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত করে দিতে বাধ্য হন রেফারি। এরই মধ্যে হওয়ার দাপটে ম্যাচের ধার থেকে উড়ে চলে এসেছিল একটি বিলবোর্ড। মাঠে তখন দুই দলের ফুটবলাররা উপস্থিত ছিলেন।
এদিনের ম্যাচে দুই দলের প্রথম একাদশে একাধিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। বসুন্ধরা কিংসের প্রথম একাদশে মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে রিমন হোসেন ও নুহা মারংয়ের পরিবর্তে চিনেদু ম্যাথিউ সুযোগ পেয়েছিলেন।
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে প্রথম একাদশে নেই ডেভিড উইলিয়ামস। তাঁকে ছাড়াই দল সাজিয়েছেন এটিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্ডো। উইলিয়ামস আগামী মরশুমে মুম্বই সিটিতে খেলতে পারেন এমন সম্ভাবনার কথা শোনা গিয়েছে।
শনিবার বসুন্ধরা কিংসের বিরুদ্ধে দুই বিদেশিকে ছাড়াই সাজানো রয়েছে এটিকে মোহন বাগানের প্রথম একাদশ। গোকুলাম কেরালা ফুটবল ক্লাবের বিরুদ্ধে গত ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছেন তিরি। এই ম্যাচে যে তাঁকে পাওয়া যাবে না সেটা আগেই জানা গিয়েছিল। ডেভিড উইলিয়ামসের না থাকাটা অনেকের কাছে বিস্ময়ের।
এছাড়াও বসুন্ধরার বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন আর্শ আনোয়ার শেখ। চোট কাটিয়ে মাঠে নামছেন সন্দেশ ঝিঙ্গান।