সঞ্জীব মন্ডল (Sanjib Mondal)এখন পরিচিত নাম। বাংলার ফুটবল মহলে অনেকেই তাঁকে এখন এক ডাকে চেনেন। এই সঞ্জীবের ফুটবল খেলা এক সময় অনিশ্চিত হয়ে পড়েছিল।
ইউনাইটেড স্পোর্টস ক্লাবের তরফে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে সঞ্জীব মন্ডল নিজের সম্পর্কে অনেক কথা বলেছেন। এখনকার কথা, পুরনো দিনের কথা, কীভাবে ইউনাইটেড স্পোর্টস ক্লাবে নিজেকে প্রতিষ্ঠা করলেন, এসবই তিনি বলেছেন।
সঞ্জীব জানিয়েছেন, দাদাদের দেখে ফুটবল খেলার প্রতি ঝুঁকতে শুরু করেছিলেন। স্থানীয় এক ক্লাবে ফুটবল সেখানে হতো। সেখানে ফুটবলে হাতেখড়ি বলা চলে। রাজ্যের বাইরে দিয়ে খেলার স্বপ্ন ছিল সঞ্জীবের। পাড়ার ক্লাবে, দাদাদের সঙ্গে খেলতে খেলতে ক্রমে ফুটবল খেলাকে ভালবেসে ফেলেছেন।
তৃণমূল স্তর থেকে ফুটবল তুলে আনার প্রয়াস অনেক দিন আগেই শুরু করেছিল ইউনাইটেড স্পোর্টস। এলাকায় স্কাউটিং করার সময় সঞ্জীব ক্লাব প্রতিনিধির চোখে পড়েছিলেন। এভাবে জুনিয়র দল, পাঠচক্র হয়ে এখন ইউনাইটেড স্পোর্টসের সিনিয়র দলে। ইতিমধ্যে রাজ্যের বাইরে গিয়ে খেলার ইচ্ছা পূরণ হয়েছে তাঁর।
অসমান মাঠে অনুশীলন করতে গিয়ে ভয়ঙ্কর চোট পেয়েছিলেন। মাঠে গর্ত ছিল। ছুটতে গিয়ে সেখানে পা ঢুকে গিয়েছিল। এরপর অস্ত্রপচার, অনুশীলনের মাধ্যমে নিজেকে মাঠে নামার জন্য তৈরি করেছেন নিজেকে। এখন কলকাতা ফুটবল লিগে বেগুনী জার্সি পরে দাপিয়ে বেড়াচ্ছেন মাঠে।