ফুটবলের সঙ্গে পেয়ারা চাষ, সন্তোষ ট্রফি খেলার লক্ষ্য আজিজুলের

Inspiring Story: জার্মানির তারকা ফুটবলার টনি ক্রুজের ভক্ত আজিজুল রহমান। নিজেও খেলেন সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে। দলের প্রয়োজনে উঠে যেতে পারেন আক্রমণে সাহায্য করার জন্য। বাংলার…

Azizul Rahman Aims to Grow Guava and Play in Santosh Trophy

Inspiring Story: জার্মানির তারকা ফুটবলার টনি ক্রুজের ভক্ত আজিজুল রহমান। নিজেও খেলেন সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে। দলের প্রয়োজনে উঠে যেতে পারেন আক্রমণে সাহায্য করার জন্য। বাংলার হয়ে খেলতে চান সন্তোষ ট্রফি।

   

কলকাতা ফুটবল লিগের জন্য শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। বিভিন্ন ক্লাবে শুরু হয়েছে প্র্যাকটিস। চলছে দল বদলের পালা। দল বদল করেছেন আজিজুল রহমান। গত মরসুমের কলকাতা ফুটবল লিগ তিনি খেলেছিলেন রেলওয়ে এসি-র হয়ে। এবার খেলবেন রেইনবোর হয়ে। আসন্ন সিএফএল সিজনের জন্য ভাল দল গঠন করেছে রেইনবো। ময়দানের বেশ কয়েকজন পরিক্ষিত ফুটবলারকে দলে নিয়েছে ক্লাব।

কলকাতা ফুটবল লিগের একাধিক ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে আজিজুল রহমানের। ফুটবল খেলেই জীবনে এগিয়ে যেতে। চাকরি করার কোনো ভাবনা আপাতত নেই। আজিজুলের কথায়, “আমরা চাকরি করার ছেলে নই দাদা।” তবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চান।

ফুটবলের প্রতি ভালবাসা অনেকটা পরে। ষোলো বছর বয়সে ফুটবল খেলা শুরু। আজিজুলের মামা ফুটবল খেলতেন। তাঁকে দেখেই ময়দানে প্রবেশ আজিজুলের। মামাই তাঁকে কিনে দিয়েছিলেন প্রথম বুট। প্রথম বুটের কথা বলার সময় আজিজুলের মুখে ছিল নির্ভেজাল হাসি। এখন দিল্লির ইউনাইটেড ভারত ক্লাবের হয়ে খেলছেন। দিল্লির ফুটবল টুর্নামেন্টে আজিজুলদের টিম।

ফুটবল ছাড়া বারুইপুরে রয়েছে চাষবাস। বছরের বারো মাস পেয়ারা চাষ করে রহমান পরিবার। আজিজুল নিজেও পেয়ারা চাষ করেন। তবে ফুটবলাটাই এখন তাঁর ভালবাসা, লক্ষ্য বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলা।