Mumbai City FC Coach: ভারতের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ক্র্যাটকি, জানুন

Mumbai City FC Coach Petr Kratky in Super Cup

বুধবার এক অনবদ্য ম্যাচের সাক্ষী থেকেছে জওহরলাল নেহেরু ফতৌদা স্টেডিয়াম। যেখানে আইএসএলের প্রথম লেগের সেমিফাইনাল খেলতে একে অপরের মুখোমুখি হয়েছিল এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে গতবারের শিল্ড জয়ীরা। জোড়া গোল পেয়েছেন ভারতীয় তারকা ছাংতে। একটি গোল বিক্রমপ্রতাপ সিং।

Advertisements

তবে গোয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সেই ছাংতে। এই জয় আগামী তে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে মুম্বাই ফুটবলারদের মধ্যে। আগামী কয়েকদিন পরেই মুম্বাইয়ের ঘরের মাঠ মুম্বাই ফুটবল এরিনায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল।

তবে তার আগে দলের জয় আশায় যথেষ্ট খুশি মুম্বাই সিটি এফসির কোচ পেট্রো ক্র্যাটকি। এসবের মাঝেই ভারতে আসার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন এই কিরঘিজ কোচ। তিনি বলেন, আমি সত্যিই এটি উপভোগ করছি। আমি এখানকার সংস্কৃতি উপভোগ করছি। এদেশে আশার পর ধীরে ধীরে হিন্দি শিখছি, লোকেদের সাথে কথা বলতে যা সত্যিই ভাল। আমাদের দলের ছেলেরা ও যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে। পাশাপাশি আইএসএলের মান নিয়ে ও আমি খুশি। সুতরাং, এটি আমার জন্য সমস্ত ইতিবাচক অভিজ্ঞতা। যা নিঃসন্দেহে খুশি করেছে দলের সমর্থকদের।

Advertisements

এবার এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের দিকে নজর সকলের। নিজেদের ঘরের মাঠে জয় পেলেই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকবে দল। সেক্ষেত্রে বাকি থাকবে আর একটা ম্যাচ, তা জিততে পারলেই আসবে চূড়ান্ত সাফল্য।