East Bengal: দল গঠন নিয়ে কী বলছেন লাল-হলুদ কর্তা? জানুন

East Bengal official Debabrata Sarkar addressing the press conference
ফাইল ছবি

গত ১০ ই এপ্রিল পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে এবারের আইএসএল অভিযান শেষ করেছে ইস্টবেঙ্গল (East Bengal ))ফুটবল দল। সেই ম্যাচে জয় পেলে টুর্নামেন্টের প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে পারতো লাল-হলুদ ব্রিগেড। কিন্তু তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। যার দরুন, এই মরশুমে ও তলানিতে থেকে অভিযান শেষ করতে হয়েছে তাদের। যা নিয়ে কিছুটা হলেও হতাশা রয়েছে সমর্থকদের মধ্যে।

তবে আগামী মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর কলকাতা ময়দানের এই প্রধান। সেই মতো এখন থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি নতুন ফুটবলারদের দিকেও নজর রয়েছে তাদের। গত কয়েক দিন ধরেই উঠে আসতে শুরু করেছে একাধিক ফুটবলারের নাম।

   

যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোন কিছুই। এই সমস্ত কিছু নিয়েই আজ মুখ খুললেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। উল্লেখ্য, আজ নববর্ষের দিনে শুরু থেকেই ময়দানের দুই প্রধানের বার পুজোর দিকে নজর ছিল সকলের। যেখানে উপস্থিত থাকতে দেখা যায় ইস্টবেঙ্গল দলের অধিনায়ক ক্লেটন সিলভা থেকে শুরু বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী সহ কোচ কার্লোস কুয়াদ্রাতকে।

এই মরশুমের সমস্ত ভুলত্রুটি শুধরে আগামী মরশুম থেকে ঘুরে দাঁড়ানোর কথাই শোনা যায় স্প্যানিশ কোচের তরফ থেকে। ‌ পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। সেখানেই নতুন মরশুমে দল গঠনের ব্যাপারে একাধিক বিষয়ের কথা উল্লেখ করতে শোনা যায় তাকে।

শীর্ষকর্তা বলেন, ক্লেটন সিলভার পাশাপাশি সাউল ক্রেসপোর সঙ্গে ও চুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। আশাকরি আগামী কয়েকদিনের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও ট্রান্সফার ফি দিয়ে আগামী মরশুমে বেশকিছু বিদেশি ফুটবলারদের নেওয়ার পরিকল্পনা রয়েছে‌। তবে পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও বেশকিছু দেশীয় ফুটবলারদের সঙ্গে ও কথাবার্তা শুরু হয়েছে। তবে বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করা হলে, কিছুটা হলেও সাবধানী ভঙ্গিতে উত্তর দিতে দেখা যায় লাল-হলুদ কর্তাকে। পাশাপাশি কোচের সাথে আলোচনা করেই প্রি-সিজেনের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।‌

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন