এবারের কলকাতা লিগের (Calcutta League) শুরুতে রেনবো দলের কাছে গোলশূন্যভাবে আটকে যেতে হয়েছে তাদের। পরবর্তীকালে খিদিরপুর থেকে শুরু করে অন্যান্য দলগুলিকে হারিয়ে নিজেদের ছন্দে ধরা দেয় ইস্টবেঙ্গল। মাঝখানে বিএসএস ও শক্তিশালী ভবানীপুরের সঙ্গে ড্র করলে ও পরবর্তীকালে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাদের।
সময় এগোনোর সাথে সাথে ইস্টার্ন রেল থেকে শুরু করে রেলওয়ে এফসি ও উয়ারী অ্যাথলেটিক্স ক্লাবের মতো দলকে ও পরাজিত করে ইস্টবেঙ্গল ব্রিগেড। শেষ ম্যাচে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে জয় তুলে নিয়েছে বিনো জর্জের ছেলেরা। সব ফর্ম ধরে রেখেই এরিয়ান ক্লাবের বিপক্ষে খেলতে নামছে লাল-হলুদ শিবির।
বড় ব্যবধানে দলের জয় তুলে নেওয়াই একমাত্র লক্ষ্য তাদের। কিন্তু চিন্তা কিছুতেই কমতে চাইছে না দলের থেকে। বর্তমানে চোট আঘাতের মতো সমস্যায় ফের জর্জরিত ইমামি ইস্টবেঙ্গলের জুনিয়র দল। দলের তারকা ফুটবলার গুইতে থেকে শুরু করে আশিক সহ জ্বরে আক্রান্ত হয়ে রয়েছেন মহম্মদ রোশলের মতো ভরসাযোগ্য ফুটবলাররা।
যারফলে, আক্রমণভাগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচ বিনো জর্জকে। এছাড়াও জোড়ালো চোটের কারণে আপাতত মাঠের বাইরে থাকতে হবে লাল-হলুদের ডার্বি জয়ের নায়ক কুশ ছেত্রীকে। পাশাপাশি চোটের কারনে আজ হয়ত থাকবেন না দ্বীপ সাহা ও বুগান্ডা সিংয়ের মতো ফুটবলারদের। এই অবস্থায় তাহলে কাদের নামাতে পারেন বিনো জর্জ?
Here’s our starting XI for today’s #CFL clash 🆚 Aryan Club, powered by #Emami. ⤵️
Watch the match LIVE on InSports TV India.📱#JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/YvazrBwDH0
— East Bengal FC (@eastbengal_fc) August 19, 2023
যতদূর জানা গিয়েছে, আজ হয়ত দলের তিন কাঠি সামাল দেওয়ার জন্য থাকতে পারেন আদিত্য পাত্র। পাশাপাশি রক্ষনভাগে থাকতে পারেন রাকিপ, তুহিন দাস, গুরসিমরাত সিং ও অতুল উন্নিকৃষ্ণনের মতো ফুটবলার। মাঝমাঠ সামাল দিতে পারেন, গুরনাজ সিং গ্ৰওয়াল সহ তন্ময়, বিষ্ণু। দুই উইং সামাল দিতে পারেন সঞ্জীব ও আমন সিকে। পাশাপাশি সেন্টার ফরোয়ার্ড হিসেবে থাকতে পারেন তারকা ফুটবলার জেসিন টিকে।