Mohun Bagan S G: আশিক কুরুনিয়নের চোট নিয়ে আপডেট

Ashique Kuruniyan

মরসুম শুরু হতে না হতেই একের পর এক চোট সমস্যার মুখোমুখি হয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan S G)। প্রথম একাদশে থাকার ব্যাপার জোরালো দাবিদার আশিক কুরুনিয়নের (Ashique Kuruniyan) চোট এখনও সারেনি। কবে তিনি সুস্থ হবেন সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে একটি আপডেট পাওয়া গিয়েছে।

কিংস কাপ সহ আন্তর্জাতিক টুর্নামেন্টে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেছিল ভারত। ইন্ডিয়ান সুপার লীগ শুরু হওয়ার ঠিক আগে ছিল কিংস কাপের ম্যাচ। টুর্নামেন্টে শুরু হওয়ার আগে কোনো ক্লাবই তাদের ফুটবলারদের চোখের আড়াল করতে চাইবে না। ইন্ডিয়ান সুপার লীগের একাধিক ক্লাবের পক্ষ থেকেও অনীহা দেখানো হয়েছিল। পরে অনেক অনুনয় বিনয়ের পরে জাতীয় শিবিরের জন্য খেলোয়াড়দের রিলিজ করেছিল ক্লাব।

   

Ashique Kuruniyan

কিংস কাপে ভারত ভালো খেলতে পারেনি। প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পর থেকে পাওয়া যেতে থাকে একের পর এক বিস্ময়কর সংবাদ। দেশে ফেরার টিকিট নিয়ে অব্যবস্থা সহ চোট লুকিয়ে রাখার মতো অভিযোগ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে। আশিক কুরুনিয়নের চোট গুরুত্ব সহকারে দেখা হয়নি বলে অভিযোগ। ঘটনায় বেজায় চটেছিল মোহন বাগান সুপার জায়ান্ট। আগামী দিনে জাতীয় শিবিরের জন্য তারা আর ফুটবলার ছাড়বে কি না সে ব্যাপারে দেখা দিয়েছিল সংশয়।

মিডিয়া রিপোর্টে প্রকাশিত আপডেট অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর ইরাকের বিপক্ষে কিংস কাপে ভারতের ম্যাচে চোট পান আশিক কুরুনিয়ান। ম্যাচের ৫৭ তম মিনিটে চোটটি তিনি পেয়েছিলেন। প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে এখন মনে করা হচ্ছে যে এসিএল টিয়ারটি প্রায় ৪০%। যার জন্য একটি দীর্ঘ নিরাময় প্রক্রিয়া প্রয়োজন। সাম্প্রতিক একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আশিকের এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে প্রায় ছয় মাস সময় লাগবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন