নির্ধারিত সূচি অনুসারে আজ দুপুরে কল্যানী স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) জুনিয়র দল। ম্যাচের শুরুর দিকে বল দখলের লড়াইয়ে লাল-হলুদ শিবির কিছুটা এগিয়ে থাকলেও সময়ের সাথে সাথে আধিপত্য বিস্তার করতে থাকে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ছেলেরা।
যারফলে, নির্ধারিত সময়ের শেষে ১ গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল ক্লাব। তবে ম্যাচ কালীন ঘটে যায় এক দুর্ঘটনা। প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াই করতে গিয়ে গুরুতর চোট পান লাল-হলুদের ভরসাযোগ্য ফুটবলার নিরঞ্জন মন্ডল (Niranjan Mondal)।
ঠিক কি করে জখম হলেন নিরঞ্জন? একটি জনপ্রিয় মাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে তার দাদা হীরা মন্ডল বলেন, অন্যান্য খেলোয়াড়দের সাথে ও হেড দিতে উঠছিল। ঠিক সেইসময় তার নাকের উপর কনুই রেখেদেয় ইউনাইটেড স্পোর্টস ক্লাবের এক ফুটবলার। যারফলে নাক ফেটে রক্ত বেরোতে শুরু করে নিরঞ্জনের। পাশাপাশি মাথাতে ও লাগে চোট। যারফলে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স এনে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসা শুরু হয় ইস্টবেঙ্গলের এই ফুটবলারের। শেষ আপডেট অনুযায়ী, সিটি স্ক্যান করার পাশাপাশি ৪টে সেলাই পড়ে এই ফুটবলারের।
অন্যদিকে, আইলিগে গত ডায়মন্ড রক কে হারিয়ে জয়ের সরনীতে ফিরলেও আজ আবার ও পরাজিত হতে হল ইস্টবেঙ্গল ব্রিগেড কে। আজ ও নিজের জাত চেনালেন ময়দানের অতি পরিচিত তারকা জিতেন মুর্মু। আগামী ২৩ তারিখ নৈহাটি স্টেডিয়াম পরবর্তী ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড।