World Cup Qualifiers: কুয়েত ম্যাচের আগে চিন্তা বাড়াচ্ছে ব্র্যান্ডনের চোট

জুনের প্রথম দিকেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন (World Cup Qualifiers) পর্বের ম্যাচ। যেখানে কুয়েতের মুখোমুখি হতে হবে ভারতীয় ফুটবল দলকে। এই ম্যাচের দিকেই নজর সকলে‌। পাশাপাশি…

Brandon Fernandes

জুনের প্রথম দিকেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন (World Cup Qualifiers) পর্বের ম্যাচ। যেখানে কুয়েতের মুখোমুখি হতে হবে ভারতীয় ফুটবল দলকে। এই ম্যাচের দিকেই নজর সকলে‌। পাশাপাশি ১১জুন তাদের খেলতে হবে শক্তিশালী কাতারের বিপক্ষে। বলতে গেলে এই দুই ম্যাচে যেকোনোভাবেই জয় পেতে চাইছেন ভারতীয় দলের হেড কোচ। এই দুটি ম্যাচে জয় পেলেই যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে চলে যাবে ভারত। পাশাপাশি এএফসি এশিয়ান কাপের জন্য ও সরাসরি যোগ্যতা অর্জন করবে সুনীল ব্রিগেড। এই সমস্ত কিছু মাথায় রেখেই কিছুদিন আগে দল ঘোষণা করেন স্টিমাচ।

তারপরেই ফুটবলারদের নিয়ে ওডিশার বুকে শিবির শুরু করেন হেড কোচ। যেখানে বল পায়ে অনুশীলনের পাশাপাশি ফুটবলারদের ফিজিক্যাল ফিটনেসের দিকে ও জোড় দিতে দেখা যায়। বলতে গেলে প্রথম থেকেই যথেষ্ট সক্রিয়তার সাথে ফুটবলারদের ম্যাচফিট করতে মরিয়া স্টিমাচ। এসবের মাঝেই দেখা দিল নয়া সমস্যা।

   

বর্তমানে চোটের সমস্যায় ভুগছেন ভারতীয় দলের মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্ডেজের চোট। জানা গিয়েছে, এবারের ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে গিয়ে চোট এসেছিল এই দাপুটে মিডফিল্ডারের‌। পরবর্তীতে সাময়িক বিশ্রাম নিয়ে জাতীয় শিবিরে যোগদান করেন তিনি।

সেখানে এসেই পায়ের ব্যথা অনুভব করেন এই মিডফিল্ডার। যারফলে, প্রথম অনুশীলনে যোগদান করা সম্ভব হয়নি তার পক্ষে। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ব্র্যান্ডনের ডান হাঁটুর পিছনে সাময়িক চোট রয়েছে। তার গভীরতা জানতেই স্ক্যানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আসন্ন কুয়েত আদৌ তাকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে রয়েছে ধোঁয়াশা।