Injury Blow: অন্তত এক মাসের জন্য হয়তো মাঠের বাইরে বাগান তারকা

মঙ্গলবার মোহন বাগান সুপার জায়ান্টের জন্য খুব একটা মঙ্গল দায়ক দিন ছিল না। ভিসা সমস্যায় দেরিতে আসা বসুন্ধরা কিংসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নেওয়ার পর…

Anwar Ali

মঙ্গলবার মোহন বাগান সুপার জায়ান্টের জন্য খুব একটা মঙ্গল দায়ক দিন ছিল না। ভিসা সমস্যায় দেরিতে আসা বসুন্ধরা কিংসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নেওয়ার পর আবার চোট সমস্যা (Injury Blow)। আশিক কুরুনিয়নের পর অনিশ্চিত আরও এক সবুজ মেরুন তারকা।

Advertisements

বসুন্ধরা কিংসের সঙ্গে AFC কাপের ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন আনোয়ার আলি। মাঠ ছাড়তে হয়েছিল তাকে। ম্যাচের ফলাফলের থেকেও আনোয়ারের মাঠ ছাড়ার ঘটনা সবুজ মেরুন ফুটবল প্রেমীদের উদ্বেগ আরও বাড়িয়েছে। আনোয়ারের চোট এই মুহূর্তে ভারতীয় ফুটবলের জন্য চিন্তার কারণ। দেশ ও ক্লাব, দুই জার্সিতে সমান তালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন আনোয়ার।

   

বুধবার বিকেলে যে আপডেট পাওয়া গিয়েছে সেটা রীতিমত চিন্তার বিষয়। আশঙ্কা সত্যি হলে আগামী এক মাস মাঠে বাইরে থাকতে হতে পারে আনোয়ারকে। মাঠের বাইরে থাকার মেয়াদ আরো বৃদ্ধি পেলেও পেতে পারে বলে ফুটবল মহলে কানাঘুষো। আরও কিছু পরীক্ষা করা হয়তো বাকি রয়েছে। তারপরেই স্পষ্ট হবে আনোয়ারের চোট কতটা গুরুতর।

দেশের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন আশিক কুরুনিয়ন। গোটা মরসুম খেলতে পারবেন না তিনি। আশিক ফর্মে থাকার আভাস দিয়েছিলেন। আনোয়ার ক্লাব ও দেশের রক্ষণ ভাগের স্তম্ভ হয়ে উঠেছিলেন সময়ের সঙ্গে। চলতি মরসুমের জন্য একাধিক নামকরা ফুটবলারকে দলে নিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। আনোয়ার নিঃসন্দেহে স্কোয়াডের অন্যতম সেরা পারফর্মার হয়ে উঠেছিলেন অল্প দিনের মধ্যে।