তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন ভারতের তারকা ফুটবলার

Jeakson Singh

শুরুটা ভালো করলেও ফের কঠিন সময়ের সম্মুখীন কেরালা ব্লাস্টার্স। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হওয়া ISL 10 এর ম্যাচ থেকে সমস্যার সূত্রপাত। আশঙ্কা সত্যি বলে আগামী তিন মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন ভারতের তারকা ফুটবলার।

Advertisements

ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম উত্তেজক ম্যাচ হিসেবে ইতিহাসের পাতায় মুম্বই সিটি এফসি বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচের উল্লেখ থাকবে। একাধিক লাল কার্ড, দুই দলের খেলোয়াড়দের মাঠের বাইরে পাঠিয়েছিলেন রেফারি। ফুটবলারদের আগ্রাসী মেজাজ ভীষণ রূপ নিয়েছিল ম্যাচের শেষ ভাগে। দুই দলের একজনকে করে মোট দুই বিদেশি ফুটবলার এখন শাস্তির আওতায়। সেই সঙ্গে কেরালার ফ্র্যাঞ্চাইজি ফুটবল দলে রয়েছে চোট সমস্যা।

ট্রান্সফার উইন্ডোতে দলের একাধিক তারকা খেলোয়াড়কে আর ধরে রাখতে পারেনি কেরালা ব্লাস্টার্স। তার মধ্যেও বুদ্ধি করে নতুন করে স্কোয়াড সাজিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। ঘরের ছেলে হিসেবে পরিচিত জিকসেন সিংয়ের ওপর ভরসা রেখেছে ক্লাব। সেই তিনি এখন চোটের কবলে। কাঁধে চোট রয়েছে তার। অস্ত্রোপচার করানো হতে পারে। চোট গুরুতর হলে আগামী কয়েক সপ্তাহের জন্য আর মাঠে নামতে পারবেন না তিনি।

Advertisements

আগামীকাল কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবের ম্যাচ রয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলা। শাস্তির আওতায় থাকা বিদেশি মাইলোস এবং চোট পাওয়া জিকসেনকে মাঠে নামাতে পারবেন না কোচ। চলতি ইন্ডিয়ান সুপার লীগ ক্রম তালিকার চতুর্থ স্থানে রয়েছে তারা। নর্থ ইস্ট ইউনাইটেড রয়েছে পঞ্চম স্থানে।