World Test Championship: টেস্ট চ্যাম্পিয়নশিপে জার্সি স্পনসর থাকছে না ভারতের

India Breaks Tradition: No Jersey Sponsor for World Test Championship

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) আগে ইংল্যান্ডে অনুশীলন করার সময় স্পনসর বিহীন প্র্যাকটিস জার্সি পড়তে দেখা যায়, রোহিত শর্মা ও তাঁর দলকে। বিসিসিআইয়ের লোগো দেওয়া স্ট্রাইপ করা অ্যাডিডাসের জার্সিতে দেখা যায় তাঁদের।

এমন দৃশ্য অবশ্য আকচার দেখা যায় না এখন। তবে মার্চ মাসেই বাইজুসের সাথে জার্সি স্পনসরশিপ সংক্রান্ত চুক্তি শেষ হয়ে যায় বিসিসিআইয়ের। চুক্তি নভেম্বর অবধি চলার কথা থাকলে নানা বাজার দরের কারণে তা হয়ে ওঠেনি।

   

বিসিসিআই কর্মকর্তারা দীর্ঘমেয়াদী চুক্তির জন্য আগ্রহী সংস্থাগুলিকে আমন্ত্রণ জানিয়ে দরপত্র জারি করবেন বলে আশা করেছিল। কিন্তু সামনাসামনি আলোচনায় অনুকূল প্রতিক্রিয়ার অভাবে তারা আর বিজ্ঞাপন দেওয়ার পথে হাঁটেনি। অল্প সময়ের জন্য চুক্তি করার কথা ভাবা হলেও কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়া হয়নি।

এক বিসিসিআই আধিকারিক জানান, “ভারতীয় ক্রিকেট ছোটো চুক্তিতে না গিয়ে কোনো সম্মানিত এবং দীর্ঘমেয়াদী অংশীদারদের সাথে জড়িত হওয়াই উপযুক্ত।”

গতবার বাইজুসের সাথে প্রতি আইসিসি ম্যাচ পিছু ১.৫ কোটি টাকা এবং দ্বিপাক্ষিক আন্তর্জাতিক খেলায় ম্যাচ পিছু ৪.৬ কোটি টাকার চুক্তি হয়। সময়ে, সাথে আইসিসি ম্যাচের দর বাড়ায় বাইজুস আর চুক্তি ধরে রাখতে পারেনি। বর্তমানে অ্যাডিডাসের সাথে চুক্তিবদ্ধ বিসিসিআই। আশা করা হচ্ছে যে আসন্ন বিশ্বকাপের আগে যথাযথ স্পনসর পাবে দল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন