ক্রিকেট উন্মাদনার মধ্যেও ফুটবল ম্যাচের টিকিটের জন্য লম্বা লাইন

বিশ্বকাপের যোগ্যতা (World Cup qualifiers) নির্ণায়ক পর্বের শুরুটা ভালো করেছে ভারত। অ্যাওয়ে ম্যাচে কুয়েতকে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। সামনে এবার কাতার। এই ম্যাচকে কেন্দ্র করে…

India's Strong Start in World Cup Qualifiers

বিশ্বকাপের যোগ্যতা (World Cup qualifiers) নির্ণায়ক পর্বের শুরুটা ভালো করেছে ভারত। অ্যাওয়ে ম্যাচে কুয়েতকে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। সামনে এবার কাতার। এই ম্যাচকে কেন্দ্র করে রয়েছে চোখে পড়ার মতো সমর্থক উৎসাহ।

ক্রীড়া প্রেমী রাজ্য হিসেবে ক্রমে সুনাম অর্জন করছে ওড়িশা। হকির পাশাপাশি ফুটবল নিয়েও দারুণ উদ্যম নিচ্ছে এই রাজ্য। ভারত বনাম কাতার ম্যাচকে কেন্দ্র করে প্রচার চালানো হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ভালো করে প্রচার করার ফল সঙ্গে সঙ্গে চোখে পড়ার মতো। ওডিআই ক্রিকেট ফাইনালের উন্মাদনার মধ্যেও ওড়িশায় ফুটবলের প্রতি মানুষের আগ্রহ আলাদা করে বলার মতো। টিকিট কাটার জন্য চোখে পড়েছে লম্বা লাইন।

Advertisements

আগামীকাল ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ভারতের ম্যাচ। সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে ভারত বনাম কাতার ম্যাচ। দুই দলই তাদের শেষ ম্যাচে জয় পেয়েছে। তবে চাপে থাকবে ভারত। ভারত ১-০ গোলে হারিয়েছিল কুয়েতকে। কাতার তাদের শেষ ম্যাচে ম্যাচে করেছিল ৮ গোল। আফগানিস্তানের বিরুদ্ধে ৮-১ গোলে জয় লাভ করেছিল কাতার।

তবে বিগত কয়েক সপ্তাহের মধ্যে ভারতীয় ফুটবল দল যেভাবে উন্নতি করেছে তাতে দর্শকরা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার ব্যাপারে আশা করতেই পারেন। ওড়িশায় অনেক আগে এসে পৌঁছেছে টিম ইন্ডিয়া। আত্মবিশ্বাসী জাতীয় দলের কোচ ইগোর স্টিম্যাচ। সম্প্রতি এই রাজ্যেই স্মরণীয় কিছু ম্যাচ খেলেছে ভারত।