জার্মানির কাছে ২-৩ গোলে হারের পর পাঁচ দেশের হকি (India’s Hockey) টুর্নামেন্টে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় পুরুষ হকি দল। ফ্রান্স হারিয়েছে ভারত। জার্মানি ম্যাচের মতো ফ্রান্সের বিরুদ্ধেও লড়াই চালিয়েছিল টিম ইন্ডিয়া। অবশেষে এসেছে জয়।
ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল ভারত। বিবেক সাগরের গোলে দ্বিতীয় কোয়ার্টারে সমতায় ফেরে দল। এরপর ভারতের পক্ষে স্কোরলাইন ২-১ করেন গুজরাজ। অধিনায়ক হরমনপ্রীত ভারতের পক্ষে ব্যবধান আরও বাড়িয়ে করেন ৩-১। এখান থেকে ম্যাচের মরও ঘোরানোর চেষ্টা করেছিল ফ্রান্স। ভারতও এদিন জয় তুলে নেওয়ার জন্য ছিল বদ্ধপরিকর। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার পর ৫-৪ গোলে শেষ হয় খেলা। ভারতের বিরুদ্ধে হারল ফ্রান্স।
A thrilling conclusion to a fiery encounter as India beat France in the 5 Nations Tournament Valencia 2023.#HockeyIndia #IndiaKaGame pic.twitter.com/QMfExiOQr9
— Hockey India (@TheHockeyIndia) December 20, 2023
এর আগে জার্মানির বিরুদ্ধে ম্যাচে:
প্রথমার্ধে ভারতের হয়ে গোল করেন অভিষেক (নবম মিনিট) ও শমসের সিং (১৪তম মিনিট)। তবে মাল্টে হেলভিগ (২৮ তম মিনিট), ক্রিস্টোফার রুহর (৫০ তম মিনিট) এবং গঞ্জালো পেইলাত (৫১ তম মিনিটে) এর গোলে জার্মানি শক্তিশালীভাবে ফিরে আসে। এর আগে স্পেনের কাছে ০-১ এবং বেলজিয়ামের কাছে ২-৭ গোলে হেরেছিল ভারত। অভিষেক ও শমসেরের গোলে প্রথম ার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলের মধ্যে কঠিন লড়াই হয়। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে হেলউইগ গোল করে বিরতিতে ভারতের লিড ২-১ এ নিয়ে যায়।
শেষ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোকে রুহরের গোলে সমতায় ফেরে জার্মানি এবং পরের মিনিটে পেনাল্টি কর্নারে গোল করে জার্মানির জয় নিশ্চিত করেন পেইলাট।