HomeSports News15 গোল দিয়ে এশিয়া কাপে দাপট অব্যাহত ভারতের

15 গোল দিয়ে এশিয়া কাপে দাপট অব্যাহত ভারতের

- Advertisement -

২০২৫ হকি এশিয়া কাপে (Hockey Asia Cup) ভারতীয় দল সোমবার গ্রুপের শেষ ম্যাচে কাজাখিস্তানকে ১৫-০ ব্যবধানে বিধ্বস্ত করে সুপার ফোরে জায়গা নিশ্চিত করল। এই জয় ভারতকে পুল ‘এ’র শীর্ষস্থানে পৌঁছে দিল হরমনপ্রীতদের।

এর আগে চীনের বিরুদ্ধে ৪-৩ এবং জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে জিতে আত্মবিশ্বাসে ভরপুর ছিল হরমনপ্রীত সিং দল। তবে কাজাখিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ছিল একতরফা গোল উৎসব।

   

ম্যাচের শুরু থেকেই ভারত আক্রমণাত্মক মনোভাবে খেলতে থাকে। পঞ্চম মিনিটেই অভিষেক স্কোরশিটে নাম তোলেন। এরপর ৮, ২০ ও ৫৯ মিনিটে আরও তিনটি গোল করে চমৎকারভাবে হ্যাটট্রিকের পর চতুর্থ গোলটিও করেন তিনি। এই ম্যাচে ভারতীয় আক্রমণের মূল চালিকাশক্তি ছিলেন অভিষেক।

প্রথম কোয়ার্টারে ৩-০ এগিয়ে থাকা ভারত প্রথমার্ধে পৌঁছায় ৭-০ গোলে। তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল আসে তিনজন ভিন্ন খেলোয়াড়ের স্টিকে।

সুখজিত সিং(১৫’, ৩২’, ৩৮’) হ্যাটট্রিক করেন, অন্যদিকে জুগরাজ সিং (২৪’, ৩১’, ৪৭’) তিনটি গোল করে দলের জয়ে বড় ভূমিকা নেন। অধিনায়ক হরমনপ্রীত সিংহ (২৬’), অমিত রোহিদাস (২৯’), রাজিন্দর সিং (৩২’), সঞ্জয় সিং (৫৪’) ও দিলপ্রীত সিং (৫৫’) একটি করে গোল করেন।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৮১ নম্বরে থাকা কাজাখিস্তান টুর্নামেন্টের সবচেয়ে নিচু র‌্যাঙ্কধারী দল। তারা দুটি পেনাল্টি কর্নার পেলেও ভারতের সুরক্ষিত ডিফেন্সের সামনে কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

এদিন জয়ের মাধ্যমে ভারত নিশ্চিত করেছে তাদের সুপার ফোরের টিকিট, যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হতে হবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। রাতের আলোয় খেলা এই ম্যাচে ভারত স্বস্তিদায়ক আবহাওয়ায় মাঠে নামলেও তীব্র আর্দ্রতা তাদের কিছুটা হলেও পরিশ্রান্ত করেছিল। তবুও, খেলোয়াড়দের গতি ও স্কিল স্পষ্টতই প্রতিপক্ষের থেকে অনেকগুণ এগিয়ে ছিল।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular