ইংল্যান্ডের কাছে হারের পর #BoycottIPL প্রচারে খলনায়ক জয় শাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে ইংল্যান্ডের কাছে পরাজিত ভারত। প্রতিপক্ষ ১০ উইকেটে হারের পরেই স্যোশাল মিডিয়ায় সমালোচনার ঝড়। ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পরেই উঠল #BoycottIPL এর ডাক। একইসঙ্গে বিসিসিআইয়ের সচিব জয় শাহের বিরুদ্ধেও কটুক্তি করতে দেখা যাচ্ছে নেটিজেনদের। 

বৃহস্পতিবার অ্যাডিলেডে ভারত মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৮ রান সংগ্রহ করেছিল ভারত। প্রথম দিকে মুখ থুবড়ে পড়লেও পরে বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ডেয়ার ঝড়ো ইনিংস ভারতের পালে হাওয়া দিয়েছিল। এদিন ইংল্যান্ডের ট্রাম্প কার্ড ক্রিশ জর্ডনের সামনে মুখ থুবড়ে পরেছিল রোহিতরা। 

   

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অপ্রতিরোধ্য ইনিংস খেললেন ইংলিশ দলের দুই ওপেনার জশ বাটলার এবং অ্যালেক্স হেইলস। এদিন ৮০ রানের দীর্ঘ ইনিংস খেলেন অধিনায়ক বাটলার। তাঁকে সঙ্গ দিয়ে ৮৬ রান করেন হেইলস। গ্রুপ লিগে চমকপ্রদ বোলিয়ের পর নক আউট পর্বে অনেকটা দুর্বল মনে হল মহম্মদ শামি-ভুবনেস্বর কুমার- অর্শ্বদীপদের। 

ভারতের এই হার নিয়ে নেট দুনিয়ায় চরম সমালোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের হারের প্রধান কারণ হিসাবে ইংল্যান্ডের ওপেনিং জুটির দিকেই আঙুল তুলছেন অনেকেই। আবার অনেকেই #BoycottIPL এর ডাক দিয়েছেন। আবার অনেকেই মনে করছেন ভারতের খেলোয়াড় নির্বাচক কমিটির গাফিলতির কারণে হার হয়েছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন