অনূর্ধ্ব ১৭ এশিয়ান কোয়ালিফায়ারে ফের ধাক্কা ভারতীয় মহিলা দলের

গত ম্যাচে কোরিয়া দলের বিপক্ষে বড়সড় ধাক্কা খেয়েছিল মহিলা ফুটবল দল (Indian Women’s U-17 Football Team)। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও কাজে এলোনা…

Indian Women's U-17 Football Team

গত ম্যাচে কোরিয়া দলের বিপক্ষে বড়সড় ধাক্কা খেয়েছিল মহিলা ফুটবল দল (Indian Women’s U-17 Football Team)। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও কাজে এলোনা কোনো কিছু। প্রথম ম্যাচে কোরিয়া প্রজাতন্ত্রের বিপক্ষে ৮-০ পরাজিত হয়েছিল মহিলা দল। সেই ধারা বজায় থাকল আবার। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪-০ গোলে উড়ে গেল ভারতীয় ফুটবল দল।

ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা দিয়েছিল থাইল্যান্ড দলের ফুটবলারদের। যারফলে, ম্যাচের ঠিক ৩০ মিনিটের মধ্যেই ৩ গোলে পিছিয়ে পড়ে ভারত। প্রথমে ঠিক ১৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রিনিয়াফট মুনডং। তার ঠিক মিনিট দুয়েক পরে ফের ফ্রি-কিক পায় থাইল্যান্ড। সেখান থেকে গোল করে ২-০ গোলে এগিয়ে দেন জাইমুলওং। তারপর আবার আসে পেনাল্টি সেখান থেকে আসে তৃতীয় গোল। গোলদাতা থাইল্যান্ড দলের অধিনায়ক মুনডং। প্রথমার্ধের শেষে ৩ গোলের ব্যবধানে পিছিয়ে থাকে ভারতীয় ফুটবল দল।

Indian Women's U-17 Football Team
File Picture

দ্বিতীয়ার্ধে ভারতীয় দলের তরফ থেকে ক্রমশ চাপ সৃষ্টি করা হলে অপেক্ষাকৃত রক্ষনাত্মক মেজাজে খেলতে দেখা যায় থাইল্যান্ড দলকে। ভারতীয় তারকা সুরঞ্জনা রাউল সুযোগ বুঝে হাইল্যান্ডের গোল বক্সে বল জড়িয়ে দিলেও পরবর্তীকালে অফসাইডের সিদ্ধান্ত জানান রেফারি। যারফলে, ফের নতুন করে শুরু হয় লড়াই। তবে গোলের মুখ খোলা সম্ভব হয়নি ভারতীয় ফুটবলারদের পক্ষে।

Advertisements

উল্টে, ম্যাচের ৭১ মিনিটের মাথায় চতুর্থ গোল খেয়ে বসে সুলঞ্জনারা। শেষ পর্যন্ত ৪ গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে থাইল্যান্ড। বর্তমানে যা পরিসংখ্যান সেই অনুযায়ী ২ ম্যাচ হেরে গ্রুপ লিগের তলানিতে ভারতীয় ফুটবল দল। আগামী ২৩ সেপ্টেম্বর ইরানের বিরুদ্ধে খেলতে হবে তাদের। সেই ম্যাচ জিতলে ও পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করা নির্ভর করবে অন্যান্য দল গুলির গতিবিধির উপর।