কেরালা ছেড়ে এবার পাঞ্জাবের পথে এই ভারতীয় উইঙ্গার

ভারতীয় ফুটবলে দলবদলের বাজারে (Indian football transfers) নয়া সিজনের জন্য অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। তাই নিজেদের…

nihal sudeesh

ভারতীয় ফুটবলে দলবদলের বাজারে (Indian football transfers) নয়া সিজনের জন্য অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। তাই নিজেদের দলের পুরোনো কোচ স্টাইকোস ভার্গেটিসকে বিদায় জানিয়ে গ্রীক কোচ প্যানাজিওটিস ডিলম পেরিসকে দেওয়া হয় দলের দায়িত্ব।

এছাড়াও সহকারী ও কন্ডিশনিং কোচের নাম ও ঘোষণা করা হয়েছে তাদের তরফ থেকে। অর্থাৎ এবার এই নতুন কোচের উপর ভরসা রেখেই নয়া মরশুমে অভিযান শুরু করবে ক্লাব। বলতে গেলে এবার এই কোচের নির্দেশ মেনেই দল গঠনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে পাঞ্জাব ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে একাধিক দেশী ও বিদেশী ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের।

   

এসবের মাঝেই এবার উঠে এলো এক ভারতীয় উইঙ্গারের নাম। নিহাল সুদেশ। গত মরশুমে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল এই ফুটবলারকে। আইএসএলে সেভাবে সুযোগ না পেলেও সুপার কাপে খেলেছিলেন এই দলের হয়ে। তবে সেভাবে নজর কাড়তে সক্ষম থাকেননি তিনি।

হিসেব অনুযায়ী আরো দুইটি মরশুম পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে নিতে চাইছে পাঞ্জাব এফসি। আগের সিজনে অনবদ্য লড়াই করেও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি এই ফুটবল ক্লাব। এবার সাফল্য পাওয়াই একমাত্র লক্ষ্য তাদের।

সেজন্য অনেক আগে থেকেই আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু থেকে শুরু করে বিনীত রাইয়ের ফুটবলারদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছিল এই ক্লাব। যদি এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি তাদের যোগদানের কথা। এসবের মাঝেই নিজেদের দেশীয় ব্রিগেডকে শক্তিশালী করার লক্ষ্য রয়েছে পাঞ্জাবের।