Indian Super League: ISL-এ আরও এক হাইপ্রোফাইল স্ট্রাইকার!

Connor Shields
Connor Shields

ইন্ডিয়ান সুপার লীগে (Indian Super League) আসতে পারেন আরও একজন হাইপ্রোফাইল স্ট্রাইকার। সম্প্রতি এমনটাই গুঞ্জন সামাজিক মাধ্যমে। ভারতীয় ফুটবল মহলে গুঞ্জন, ইংল্যান্ডের একাধিক ক্লাবে খেলা একজন ভালো মানের স্ট্রাইকার ধরতে পারেন ভারতে আসার বিমান।

ফুটবল প্রেমীদের আলোচনায় উঠে এসেছেন Connor Shields। স্কটল্যান্ডে এই স্ট্রাইকার রয়েছেন গোলের মধ্যে। সম্প্রতি কুইন্স পার্কের হয়ে লোনে খেলেছিলেন কনোর। ক্লাবের হয়ে করেছেন একাধিক গোল। গোল করানোর পিছনেও রেখেছেন অবদান। ইংল্যান্ডের ক্লাব মাথারওয়েল থেকে লোনে কুইন্স পার্কে যোগ দিয়েছিলেন তিনি। এই কুইন্স পার্কে কোচিংয়ের দায়িত্বে ছিলেন সম্প্রতি সময়ে ভারতের মাটিতে অন্যতম সফল কোচ ওয়েন কয়েল। তিনিও ফিরে আসতে পারেন ভারতে।

   

মনে করা হচ্ছে ওয়েন কয়েলের হাত ধরে ভারতে আসতে পারেন Connor Shields। ওয়েন কয়েল সুনামের সঙ্গে ইন্ডিয়ান সুপার লীগে কোচিং করিয়েছেন। ৫৬ বছর বয়সী অভিজ্ঞ এই প্রশিক্ষক ২০১৯-২০ মরসুমে চেন্নাইয়েন এফসিকে ইন্ডিয়ান সুপার লীগের ফাইনালে নিয়ে গিয়েছিলেন। জামশেদপুর এফসির হয়ে জিতেছিলেন শিল্ড। জামশেদপুরে কোচিং করানোর পর গিয়েছিলেন কুইন্স পার্কে।

নতুন মরসুমে ফের চেন্নাইয়েন এফসির সঙ্গে যুক্ত হতে পারেন ওয়েন কয়েল। এবারেও চেন্নাইয়ের এই ফ্র্যাঞ্চাইজির ক্লাব মোটের ওপর ভালো দল গঠন করেছে। একাধিক ভারতীয় তারকাকে নিশ্চিত করেছে ক্লাব। দরকার ছিল একজন ভালো মানের স্ট্রাইকারের। সেই অভাব পূরণ করতে পারেন Connor Shields। বয়স মাত্র ২৫। ভারতীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারলে দলের জন্য হয়ে উঠতে পারেন সম্পদ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন