২০১৩-১৫ মরশুমের পর ফের বেঙ্গালুরুর ক্লাব ফুটবলে খেলতে দেখা যাবে ভারতীয় স্ট্রাইকার রবিন সিং’কে (Robin Singh)। সেইবার আইএসএলের ক্লাব বেঙ্গালুরু এফসি’তে ছিলেন তিনি। এবার বেঙ্গালুরুর সুপার ডিভিশন লিগে আগত নতুন ক্লাব স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু’তে খেলতে দেখা যাবে তাকে।
৩২ বছরের বয়সী এই ভারতীয় স্ট্রাইকার’কে গত মরশুমে খেলতে দেখা গেছে রাউন্ডগ্লাস পঞ্জাবে ।ফের বেঙ্গালুরুর ক্লাব ফুটবলে খেলতে দেখা যাবে তাকে। জানিয়েছেন, “বেঙ্গালুরুর কোনও প্রকল্পের সাথে যুক্ত হওয়া খুবই উত্তেজনাময়। আমি এই শহরে খেলাটা খুবই উপভোগ করেছি।আমি যখন এই ক্লাবের কর্মকর্তা’দের সাথে পরিচিত হই , তখন মনে হয়েছিল এই প্রোজেক্ট অত্যন্ত আকর্ষণীয়। ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে কিছু করতে চেয়েছিলাম। উদীয়মান ভারতীয় ফুটবলার’দের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি।”
টাটা ফুটবল অ্যাকাডেমির এই ফুটবলার একসময় দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল ইস্টবেঙ্গলে খেলে। দুই দফায় লাল হলুদে খেলেছিলেন তিনি।এছাড়া বেঙ্গালুরু, দিল্লি ডায়নামো, গোয়া, এটিকে, পুনে সিটি, হায়দ্রাবাদ, রিয়াল কাশ্মীর, রাউন্ড গ্লাস পঞ্জাবে খেলেছিলেন তিনি। দেশের হয়ে খেলেছিলেন ৩০ টা ম্যাচ, তাতে জিতেছিলেন নেহেরু কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ।