বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাজিমাত সিন্ধু-প্রণয়ের, স্বস্তির নিঃশ্বাস ভারতীয় শিবিরে

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৫ (World Badminton Championship 2025) দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলেন ভারতের দুই অভিজ্ঞ শাটলার (Indian Shuttler) পিভি সিন্ধু (PV Sindhu) ও এইচএস…

Indian Shuttler PV Sindhu & H.S. Prannoy secured a brilliant win in First Round of World Badminton Championship 2025

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৫ (World Badminton Championship 2025) দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলেন ভারতের দুই অভিজ্ঞ শাটলার (Indian Shuttler) পিভি সিন্ধু (PV Sindhu) ও এইচএস প্রণয় (H.S. Prannoy)। মঙ্গলবার তাঁদের প্রথম রাউন্ডের ম্যাচে কোনও রকম বেগ না পেয়ে স্ট্রেট গেমে জয় পান দু’জনেই। একদিকে সিন্ধু যেখানে বুলগেরিয়ার তরুণী প্রতিদ্বন্দ্বী কালোইয়ানা নলবানতোভাকে হারান ২৩-২১, ২১-৬ গেমে। অন্যদিকে প্রণয় হারান ফিনল্যান্ডের জোয়াকিম ওলডর্ফকে ২১-১৮, ২১-১৫ ব্যবধানে।

২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও দুই বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর জন্য এই টুর্নামেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরে তিনি ধারাবাহিকতার অভাবে ভুগেছেন। কিন্তু প্যারিসে, সেই একই অ্যাডিডাস অ্যারেনায়, যেখানে গত বছর অলিম্পিক পদক হাতছাড়া হয়েছিল। সেখানে যেন নতুন আত্মবিশ্বাস নিয়ে কোর্টে নামলেন ভারতীয় তারকা।

   

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ১৫ নম্বরে থাকা সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন ৬৯ নম্বর র‌্যাঙ্কধারী কালোইয়ানা নলবানতোভা। ম্যাচের প্রথম গেমেই কিছুটা চাপে পড়ে যান সিন্ধু। শুরুতেই ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন। কিন্তু অভিজ্ঞতা আর স্নায়ু চাপ সামলানোর দক্ষতায় ধীরে ধীরে ফিরে আসেন ম্যাচে। মাঝের সময়টায় টানা সাত পয়েন্ট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। যদিও নলবানতোভা দুটি গেম পয়েন্ট পেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে না পেরে গেমটি ২৩-২১ ব্যবধানে হারেন।

দ্বিতীয় গেমে একচেটিয়া দাপট ছিল সিন্ধুর। শুরুতেই ৫-১ লিড নিয়ে ম্যাচে একতরফা আধিপত্য দেখান তিনি। বুলগেরিয়ান তরুণী একসময় ব্যবধান কমিয়ে ৬-৫ করলেও এরপর একের পর এক ভুল করে বসেন। সিন্ধু তখন আরও আগ্রাসী হয়ে ওঠেন। ২১-৬ ব্যবধানে ম্যাচ শেষ করেন মাত্র ৩৯ মিনিটে। পরবর্তী রাউন্ডে সিন্ধুর মুখোমুখি হতে পারেন হংকংয়ের সালোনি সামিরভাই মেহতা অথবা মালয়েশিয়ার করুপাথেভান লেতশানার মধ্যে যে কেউ।

অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে ভারতের আশা ধরে রাখলেন এইচএস প্রণয়। ২০২৩ সালের ব্রোঞ্জজয়ী এই শাটলার এদিন ফিনল্যান্ডের জোয়াকিম ওলডর্ফের বিরুদ্ধে সহজ জয় তুলে নেন। ২১-১৮, ২১-১৫ গেমে জয় আসে ৪৭ মিনিটে। প্রণয়ের খেলার মধ্যে ছিল নিয়ন্ত্রণ, গতি আর কৌশলের দুর্দান্ত মেলবন্ধন। যদিও ওলডর্ফ প্রথম দিকে কিছুটা লড়াই করেছিলেন, কিন্তু ম্যাচে কোনও সময়ই প্রণয়কে চাপে ফেলতে পারেননি। তবে প্রণয়ের জন্য চ্যালেঞ্জ আরও বাড়বে পরবর্তী রাউন্ডে। তাঁর মুখোমুখি হবেন বিশ্বের দ্বিতীয় বাছাই ডেনমার্কের আন্দার্স আন্তোনসেন।

Advertisements

এই জয়ের ফলে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ভারতীয় শাটলারদের মধ্যে আশার আলো দেখা যাচ্ছে। কারণ প্রথম দিনেই লক্ষ্য সেন পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেন। তাঁর হার কিছুটা হতাশ করেছিল ভারতীয় সমর্থকদের। তবে সিন্ধু ও প্রণয়ের জয়ে ভারতের পদক জয়ের সম্ভাবনা আবার জেগে উঠেছে।

এদিন আরও ম্যাচ রয়েছে। রোহন কাপুর ও রুথভিকা গাড্ডে মিশ্র ডুয়েলসে মাঠে নামবেন ম্যাকাওয়ের লিয়ং-এনজি জুটির বিরুদ্ধে। অন্যদিকে, পুরুষদের ডাবলসে সপ্তম বাছাই সাত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি দ্বিতীয় রাউন্ড থেকে তাঁদের অভিযান শুরু করবেন। তাঁদের প্রথম রাউন্ডে ওয়াকওভার মিলেছে।

ভারত ২০১১ সাল থেকে প্রতি বছর অন্তত একটি পদক পেয়ে আসছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে। চলতি বছরও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছেন সিন্ধু, প্রণয় এবং অন্যান্য তারকারা। এখন দেখার, কে ভারতের হয়ে পদক নিশ্চিত করতে পারেন।

Indian Shuttler PV Sindhu & H.S. Prannoy secured a brilliant win in First Round of World Badminton Championship 2025