Jamshedpur FC: জামশেদপুরে যোগদান করলেন এই ভারতীয় রাইট উইঙ্গার

শেষ ফুটবল সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি‌ জামশেদপুর এফসির (Jamshedpur FC)। সেবার টুর্নামেন্টের শেষের দিকে অনবদ্য লড়াই করলেও পয়েন্ট টেবিলের এগারো নম্বরে থেকেই অভিযান…

Sreekuttan VS

শেষ ফুটবল সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি‌ জামশেদপুর এফসির (Jamshedpur FC)। সেবার টুর্নামেন্টের শেষের দিকে অনবদ্য লড়াই করলেও পয়েন্ট টেবিলের এগারো নম্বরে থেকেই অভিযান শেষ করতে হয়েছে তাদের। ভারতীয় কোচ খালিদ জামিলের নেতৃত্বে লড়াই করেছিল এই ফুটবল ক্লাব।

   

একটা সময় আইএসএল প্লে-অফের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হলেও পরবর্তীতে যত সময়ে এগিয়েছে হতাশ থাকতে হয়েছে সমর্থকদের।যারফলে প্রথম ছয়ে সুযোগ করে নেওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে। কিন্তু নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া জামশেদপুর এফসি। সেজন্য, নিজেদের পরিকল্পনা অনুযায়ী একাধিক দেশি-বিদেশি ফুটবলারদের দিকে নজর গিয়েছে ম্যানেজমেন্টের।

বলতে গেলে এই ভারতীয় কোচের নির্দেশ অনুযায়ী ঘর গোছানোর কাজ এগিয়েছে জামশেদপুর।‌ তাদের মধ্যেই এবার এক ভারতীয় উইঙ্গারকে সাইন করিয়েছে একবারের শিল্ড জয়ী এই ফুটবল ক্লাব। তিনি শ্রীকুত্তন ভিরুথিয়িল সন্তোষ (Sreekuttan Viruthiyil Santhosh)।‌ ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট পরিচিত এই ফুটবলার।

বেশ কিছু ফুটবল সিজনে কেরালা ব্লাস্টার্স এফসির জার্সিতে খেলতে দেখা গিয়েছিল তাকে। শেষ মরশুমে তিনি খেলেছেন আইলিগের শক্তিশালী ক্লাব গোকুলাম কেরালা এফসিতে। যেখানে প্রায় তিনটি গোল এবং চারটি অ্যাসিস্ট থেকেছে বছর পঁচিশের এই ফুটবলারের।

আগামী তিনটি ফুটবল মরশুমের জন্য তাকে দলে টেনেছে জামশেদপুর এফসি। গত আইলিগের পাশাপাশি ডুরান্ড কাপ এবং সুপার কাপে ও যথেষ্ট ভাল পারফরম্যান্স ছিল এই ফুটবলারের। তাই সবদিক খতিয়ে দেখেই এবার তাকে দলে নিয়েছে জামশেদপুর।