প্যারিসে আবারও সোনা জেতার পথে ভারত

চলতি প্যারিস প্যারালিম্পিক গেমসে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় অ্যাথলেটরা। বিগত রিও এবং টোকিয়ো প্যারালিম্পিক গেমসকে ছাড়িয়ে চলতি প্যারালিম্পিকে এখনো পর্যন্ত ২২ টি পদক জিতেছে ভারত।…

Ashok Kumar Majhi

চলতি প্যারিস প্যারালিম্পিক গেমসে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় অ্যাথলেটরা। বিগত রিও এবং টোকিয়ো প্যারালিম্পিক গেমসকে ছাড়িয়ে চলতি প্যারালিম্পিকে এখনো পর্যন্ত ২২ টি পদক জিতেছে ভারত। তবে সম্ভবত আজকে রাতে আরেকটি পদক আসতে চলেছে ভারতের ঝুলিতে। আজ রাত ১০টার সময় ভারোত্তলনে (Powerlifting Paris) পুরুষদের ৬৫ কেজি বিভাগের ফাইনালে নামতে চলেছেন ভারতের অশোক কুমার মালিক (Ashok Kumar Malik)। এর আগে হরিয়ানার বাসিন্দা অশোক মিশরে অনুষ্ঠিত বিশ্ব প্যারা ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন।

গতকাল ভারতের হয়ে তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ডব্লিউ২ বিভাগে ভারতের হয়ে স্বর্ণপদক লাভ করেন হরিয়ানার আরেক অ্যাথলেট হরবিন্দর সিংহ। এছাড়াও আরেক হরিয়ানার বাসিন্দা ধরমবীর পুরুষদের ডিসকাসের এফ৫১ ফাইনালে দেশকে সোনা এনে দেন। তবে এর আগে মিশরে পদক জেতার পাশাপাশি ২০২২ সালে চিনে অনুষ্ঠিত প্যারা এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতেন হরিয়ানার এই যুবক। এর ফলে স্বভাবতই অশোককে নিয়ে ভারতের প্রত্যাশা অনেক বেশি। তবে এই প্রত্যাশার মান তিনি কতটা রাখতে পারবেন সেটা অবশ্য সময়ই বলবে।

   

তবে এই মুহূর্তে ভারোত্তোলন (Powerlifting Paris) প্রতিযোগিতায় নামার আগে হরিয়ানার ২৭ বছর বয়সী ভারতীয় অ্যাথলেটকে সমাজমাধ্যমে শুভকামনা জানিয়েছেন ভারতের ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় (Mansukh Mandavia)। এছাড়াও বেশ কিছুদিন আগে চর্চায় থাকা ভারতীয় মহিলা কুস্তিগির বিনেশ ফোগাট তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্টোরিতে অশোকের (Ashok Kumar Malik) ছবি দিয়ে লিখেছেন, ” পদক জিতে ফের। আমার শুভকামনা সবসময় তোমার সাথে রইল “। তবে এই লড়াইয়ে অশোক খাতায়- কলমে এগিয়ে থাকলেও চীনের ইয়ং ঝৌ এবং মিশরের এস ওসমান কঠিন টক্কর দিতে পারে তাঁকে।