East Bengal: লাল-হলুদের অনুশীলনে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার, চিনে নিন এই তারকাকে

এবারের রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে দারুন ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে হারানোর পর থেকেই আত্মবিশ্বাস দেখা দিয়েছিল দলের ফুটবলারদের মধ্যে।

East Bengal football team celebrating a goal

এবারের রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে দারুন ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে হারানোর পর থেকেই আত্মবিশ্বাস দেখা দিয়েছিল দলের ফুটবলারদের মধ্যে। যার প্রতিফলন পড়তে থাকে লিগের পরবর্তী ম্যাচ গুলিতে।

যারফলে, নিউ আলিপুর সুরুচি সংঘের পাশাপাশি ওডিশা এফসির মতো দলের বিপক্ষে ও সহজ জয় তুলে নেয় বিনো জর্জের ছেলেরা। এবার ডার্বি লড়াই। সেইমতো প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল। এবার সেখানেই দেখা মিলল ভারতীয় বংশোদ্ভূত এক ফুটবলারের।

তিনি সিদ্ধার্থ সমীর বাপোদ্রা। ভারতে খেলার পাশাপাশি স্পেনে ও কাটিয়েছেন অনেকটা সময়। খেলেছেন বেশকিছু ক্লাবে। এমনকি গতবছর ইস্টবেঙ্গলের সিনিয়র খেলোয়াড়দের সাথেও অনুশীলন করতে দেখা গিয়েছিল তাকে। যারফলে, লাল-হলুদ সমর্থকদের অনেকের কাছেই পরিচিত তিনি। পায়ে দুরন্ত গতি থাকার পাশাপাশি স্কিলের দিক থেকে ও যথেষ্ট নজর কেড়েছেন সকলের।

Advertisements

উল্লেখ্য, চলতি মাসের শেষের দিকেই শুরু হতে চলেছে দ্বিতীয় ডিভিশন আইলিগ। সব কিছু ঠিকঠাক থাকলে লাল-হলুদের জার্সি পড়ে দ্বিতীয় ডিভিশন খেলবেন এই ফুটবলার। তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন তিনি।