ইংল্যান্ডের নাম করা ক্লাবে যোগ দিলেন ভারতীয় বংশোদ্ভূত এই ফুটবলার

indian-origin-football-prodigy-urban-negi-signs-with-everton-academy

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভার্টন এফসির ইউথ অ্যাকাডেমিতে সই করে ইতিহাস গড়ল ভারতীয় বংশোদ্ভূত খুদে ফুটবলার (Football) আরবান নেগি। মাত্র ৯ বছর বয়সেই বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক লিগের ক্লাবের অনূর্ধ্ব-৯ দলে সুযোগ পেয়েছে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই প্রতিভাবান ফুটবলার। তার এই সাফল্যে আনন্দে উচ্ছ্বসিত ভারতীয় ফুটবলমহল।

শৈশব থেকেই ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা

দক্ষিণ-পূর্ব লন্ডনে বসবাসকারী নেগির ফুটবলযাত্রা শুরু ছোটবেলা থেকেই। মাত্র ৭ বছর বয়সেই দক্ষিণ লন্ডনের ডায়নামো ইউথ এফসিতে অসাধারণ পারফরম্যান্সে নজর কাড়ে সে। ড্রিবলিং, বল কন্ট্রোল, গতি এবং স্কিল সব মিলিয়ে বয়সের তুলনায় অনেক পরিণত ফুটবল খেলত এই ক্ষুদে ফুটবলার। তার অনন্য প্রতিভাই খুলে দেয় এভার্টনের বিখ্যাত ফিঞ্চ ফার্ম অ্যাকাডেমির দরজা।

   

কবে শহরে আসছেন মেরিনার্সদের নতুন কোচ? সামনে এল রিপোর্ট!

কিংবদন্তিদের পথ ধরে এগোচ্ছে নেগি

ইংল্যান্ডের ফুটবলে ফিঞ্চ ফার্মের সুনাম বিশ্বজুড়ে। এখান থেকেই উঠে এসেছেন ওয়েন রুনি, অ্যান্থনি গর্ডনদের মতো তারকা ফুটবলার। নেগি কি তাঁদের পদাঙ্ক অনুসরণ করে ভবিষ্যতে বিশ্বমঞ্চ কাঁপাবেন?—এ প্রশ্ন ইতিমধ্যেই ফুটবল মহলে আলোচনায়।

অনুশীলনে ব্যস্ত বিস্ময়বালক

জানা গিয়েছে, অ্যাকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর নিক কক্সের অধীনে ইতোমধ্যেই কঠোর অনুশীলন শুরু করেছে নেগি। তার খেলার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সে বলের দখল বজায় রেখে প্রতিপক্ষকে অনায়াসে পরাস্ত করছে। তার গতি ও স্কিল কোচদেরও মুগ্ধ করছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by ISL TRANSFERMARKET (@isl_transfermarket__)

এভার্টনের বর্তমান ১০ নম্বর খেলোয়াড় ইলিমান এনদিয়ায়ে’র বড় ভক্ত নেগি। নিজের আদর্শের মতো একদিন বড় মঞ্চে খেলবে। এমন স্বপ্নই বুকে লালন করছে এই ভবিষ্যৎ তারকা।

ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের নতুন উদাহরণ

এর আগে মাইকেল চোপড়া, নিল টেলরদের মতো ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার প্রিমিয়ার লিগে সাফল্য পেয়েছিলেন। যদিও নেগি এখনও জুনিয়র দলের খেলোয়াড়, তারপরও তার এভার্টনে সই করা ভারতীয় ফুটবলের জন্য এক বড় ইতিবাচক বার্তা। ইতিমধ্যেই ভারতীয় ফুটবল অনুরাগীদের মধ্যে সে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে। অনেকের বিশ্বাস, ঠিকমতো পথচলা হলে ইউরোপীয় ফুটবলে নতুন ইতিহাস লিখতে পারে ৯ বছরের এই বিস্ময়বালক আরবান নেগি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন