মানোলো জামানার অবসান ঘটিয়ে বর্তমানে ভারতীয় ফুটবল দলের (Indian national football team) দায়িত্বে এসেছেন খালি জামিল (Khalid Jamil)। র্বে এফসি গোয়া দলের সেই কোচের হাতে ব্লু-টাইগার্সদের দায়িত্ব দেওয়া হলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি সেই স্প্যানিশ কোচের পক্ষে। ইন্টারকন্টিনেন্টাল কাপ থেকে শুরু করে অন্যান্য একাধিক ম্যাচে হতশ্রী পারফরম্যান্স ছিল জাতীয় দলের। এমনকি গত মার্চ মাসে বাংলাদেশের বিপক্ষে ও গোলশূন্য ফলাফল নিয়ে ম্যাচ শেষ করেছিল ভারত। তা কিছুতেই ভালোভাবে নেয়নি ফেডারেশন। তখন থেকেই কোচ বদলের জল্পনা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। শেষ পর্যন্ত গত কয়েকদিন আগেই নতুন কোচের নাম ঘোষণা করে এআইএফএফ।
এই তালিকায় একটা সময় খালিদের পাশাপাশি বারংবার উঠে আসতে শুরু করেছিল দুই বিদেশি কোচের নাম। শেষ পর্যন্ত ভারতীয় ফুটবল ম্যানেজারের উপরেই ভরসা রাখল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যারফলে খালিদের চাহিদা অনুযায়ী পারিশ্রমিকের পাশাপাশি সমস্ত কিছু নজরে রেখেই চুক্তি করেছে সেই ফুটবল সংস্থা। উল্লেখ্য, বিগত কয়েক সিজন ধরেই ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট সক্রিয়তা দেখিয়ে আসছেন খালিদ জামিল। শুধুমাত্র দেশীয় ফুটবল নয় প্রতিবেশী দেশে ও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। সবদিক মাথায় রেখেই এবার তার উপর ভরসা রেখেছে সকলে। চলতি আগস্ট এর শেষের দিকেই সিএএফএ নেশনস কাপ খেলতে নামবে সুনীল ব্রিগেড।
বলতে গেলে এটাই প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে খালিদ জামিলের। এই নতুন দায়িত্বে নিজেকে আদৌ কতটা মানিয়ে নিতে পারেন সেটাই দেখার বিষয়। আসন্ন এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে আগামীকাল বেঙ্গালুরুর দ্রাবিড় পাড়ুকোন সেন্টার ফর স্পোর্টস এক্সিলেন্সে প্রস্তুতি শিবির শুরু করতে চলেছে ভারতীয় ফুটবল দল। নতুন দায়িত্ব নেওয়ার পর এবার তাঁর প্রথম দিনের প্রস্তুতি দিকে মুখিয়ে সকলে। তবে বর্তমানে দেশের বিভিন্ন শহর জুড়ে আয়োজিত হচ্ছে ঐতিহ্যবাহী কাপ টুর্নামেন্ট তথা ডুরান্ড কাপ। সেক্ষেত্রে সকল গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুশীলনের প্রথম থেকেই একই সাথে পাওয়া প্রায় অসম্ভব। বিশেষ করে কলকাতা ময়দানের অন্যতম দুই প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব আসন্ন কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হওয়ায় এখনই হয়তো দলের সঙ্গে যোগ দিতে দেখা যাবে না দুই প্রধানের ফুটবলারদের।
তবে যে সমস্ত ফুটবল ক্লাব গুলি ডুরান্ড কিংবা অন্য কোনও ফুটবল টুর্নামেন্টে আপাতত সক্রিয় নেই তাঁদের দলের নির্বাচিত ফুটবলারদের শীঘ্রই জাতীয় শিবিরে যোগদানের কথা জানিয়েছে ফুটবল ফেডারেশন। সেই অনুযায়ী এবার ডাক পেয়েছেন ভালপুইয়া, আকাশ মিশ্রা, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিং, ইরফান খান, সন্দেশ ঝিঙ্গান, বরিস সিং, ঋত্বিক তিওয়ারি, উদান্তা সিং, রাহুল কেপি, রহিম আলি, অমরিন্দর সিং, গুরপ্রীত সিং, রাহুল ভেকে, চিংলেসানা সিং, সুরেশ সিং, রোশন সিং এবং আশিক কুরুনিয়ান। আপাতত এই সমস্ত ফুটবলারদের নাম উঠে এলেও ডুরান্ড পরবর্তী সময় হয়তো দুই প্রধানের ফুটবলারদের যোগ দিতে দেখা যেতে পারে এই শিবিরে।