Indian Men’s Hockey: ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করল ভারত

ভুবনেশ্বর ও রাউরকেল্লায় এফআইএইচ প্রো লীগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দলের (Indian Men’s Hockey) অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিং। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মিডফিল্ডার…

Indian Men's Hockey Team Unveils 24-Member Squad

short-samachar

ভুবনেশ্বর ও রাউরকেল্লায় এফআইএইচ প্রো লীগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দলের (Indian Men’s Hockey) অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিং। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মিডফিল্ডার হার্দিক সিং। ডাবল লেগের ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া।

   

ভুবনেশ্বর পর্ব ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, রাউরকেলা পর্ব ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’বার করে খেলবে ভারত। প্রথম ম্যাচ ১০ ফেব্রুয়ারি স্পেনের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে নেই স্ট্রাইকার ববি ধামি ও গোলকিপার পবন।

গোলকিপিংয়ের দায়িত্ব পালন করবেন পি আর শ্রীজেশ ও কৃষ্ণ বাহাদুর পাঠক। দলের প্রধান কোচ ক্রেইগ ফুলটন বলেছেন, ‘আমরা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল বেছে নিয়েছি যেখানে অভিজ্ঞ ও তরুণ উভয় খেলোয়াড়ই রয়েছেন। আমাদের লক্ষ্য দল হিসেবে ভালো পারফর্ম করা। শীর্ষ দলগুলোর সামনে নিজেদের তুলে ধরার এটা সুবর্ণ সুযোগ। ‘

ভারতীয় স্কোয়াড:
গোলরক্ষক: পিআর শ্রীজেশ ও কৃষ্ণ বাহাদুর পাঠক।
ডিফেন্ডার: হরমনপ্রীত, অমিত রোহিদাস, জারমনপ্রীত সিং, বরুণ কুমার, সুমিত, সঞ্জয়, যুগরাজ সিং ও বিষ্ণুকান্ত সিং।
মিডফিল্ডার: হার্দিক, মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, সামশের সিং, রাজকুমার পাল, নীলকান্ত শর্মা ও রবিচন্দ্র সিং মইরেনথেম।
ফরোয়ার্ড: ললিত উপাধ্যায়, মনদীপ সিং, গুরজন্ত সিং, সুখজিৎ সিং, অভিষেক, আকাশদীপ সিং ও অরিজিৎ সিং হুন্ডাল।