Saturday, December 6, 2025
HomeSports NewsMohammedan SC: ভারতীয় লেফট ব্যাককে বিদায় জানাল মহামেডান

Mohammedan SC: ভারতীয় লেফট ব্যাককে বিদায় জানাল মহামেডান

- Advertisement -

আইলিগ জয় করার পর থেকেই নতুন সিজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আসন্ন ফুটবল মরশুমে দেশের প্রথম সারির ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলে অংশ নেবে দল। ময়দানের দুই প্রধান অর্থাৎ মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পাশাপাশি এবার তৃতীয় প্রধান হিসেবে অংশগ্রহণ করবে ব্ল্যাক প্যান্থার্সরা। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সমর্থকদের কাছে।

Advertisements

এক্ষেত্রে ও রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভের তত্ত্বাবধানেই অভিযান শুরু করবে ক্লাব। তাই তার নির্দেশ মেনেই একের পর দাপুটে ফুটবলারদের দিকে নজর ছিল ম্যানেজমেন্টের। যাদের অধিকাংশের সঙ্গেই চুক্তি সম্পন্ন করেছে ক্লাব।

   

তবে শুধু খেলোয়াড় চূড়ান্ত করাই নয়। দলের একাধিক ফুটবলারদের বিদায় জানানোর ও পরিকল্পনা ছিল তাদের। সেইমতো গত কয়েকদিনে একাধিক ফুটবলারদের বিদায় ও জানিয়েছে দল। যাদের মধ্যে ছিলেন করনদ্বীপ থেকে শুরু করে কোজলভ, বিদেশ্বর সিংয়ের মতো ফুটবলাররা।‌ এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আভাস থাপার নাম। গত আইলিগ মরশুমের কথা মাথায় রেখে তাকে দলে টেনেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে সেভাবে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি তিনি। এসবের মাঝেই গত মে মাসে তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় এই ফুটবলারের।

তারপর গত সোমবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে তার বিদায়ের কথা ঘোষণা করে রেড রোডের এই ফুটবল ক্লাব। এবার কারা সুযোগ পান এই নয়া দলে এখন সেটাই দেখার।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular