হকিতে ইতিহাস টিম ইন্ডিয়ার, টোকিওর পর প্যারিসেও ব্রোঞ্জ জিতল ভারত

বৃহস্পতিবার (৮ অগস্ট) ভারতীয় হকি দল (Indian Hockey Team) ব্রোঞ্জ জয়ের ম্যাচ খেলতে নেমেছিল। প্রতিপক্ষ ছিল স্পেন। এই ম্যাচে টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ২-১ গোলে জয়লাভ…

Indian Hockey Team

বৃহস্পতিবার (৮ অগস্ট) ভারতীয় হকি দল (Indian Hockey Team) ব্রোঞ্জ জয়ের ম্যাচ খেলতে নেমেছিল। প্রতিপক্ষ ছিল স্পেন। এই ম্যাচে টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ২-১ গোলে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে ভারতের পুরুষ হকি দল এবারের টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জয় করল। এই নিয়ে ভারতের ঝুলিতে মোট চারটে পদক এসেছে। পাশাপাশি ভারতীয় হকি দলের গোলকিপার পিআর শ্রীজেশের এটাই শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল। অলিম্পিকে পদক জয় করার পর তিনি অবসর গ্রহণ করলেন।

ইতিপূর্বে ভারতীয় হকি দল টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেছিল। এবারও তারা পদক জয়ের যোগ্য দাবিদার ছিল। কিন্তু, সেমি ফাইনাল ম্যাচে জার্মানির কাছে ৩-২ গোলে পরাস্ত হওয়ার পর সোনা এবং রুপোর পদক জয়ের আশা কার্যত শেষ হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত স্পেনের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে খেলতে নেমেছিল। টিম ইন্ডিয়ার এই জয়ে গোটা দেশজুড়ে আপাতত উচ্ছ্বাসের জোয়ার বইতে শুরু করেছে।

   

এই ম্যাচের শুরুটা টিম ইন্ডিয়া বেশ ভালোই করেছিল। প্রথম কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু, দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় স্প্যানিশ হকি দল। মাত্র ৩ মিনিটের মধ্যে মার্ক মিরোলাসের গোলে ১-০ গোলে তারা ব্যবধান বাড়ায়। তবে পিছিয়ে পড়লেও হাল ছেড়ে দেয়নি টিম ইন্ডিয়া। এই কোয়ার্টারের একেবারে শেষ মুহূর্তে দুর্দান্ত কামব্যাক করে তারা। পেনাল্টি কর্নার পায় ভারত। হার্দিক সিং বলটা ইনজেক্ট করেছিলেন। অবশেষে হরমনপ্রীত সিং বলটা নেটের মধ্যে ঢুকিয়ে দেন। আর সেইসঙ্গে স্কোরবোর্ড ১-১ হয়ে যায়।

তৃতীয় কোয়ার্টারে আবারও ধামাকা হরমনপ্রীতের। তৃতীয় কোয়ার্টারে ৩ মিনিটেই ব্যবধান বাড়ায় ভারত। পেনাল্টি কর্নার পেয়েছিল টিম ইন্ডিয়া। সেই সুযোগ কাজে লাগিয়ে ভারত এই ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায়। এরপর ৫ মিনিটের মাথায় গ্রিন কার্ড দেখলেন অভিষেক। সেকারণে ২ মিনিট তিনি খেলা থেকে বিরত থাকেন। এরপর ম্যাচের চতুর্থ কোয়ার্টাকে সুখজিৎকেও গ্রিন কার্ড দেখান রেফারি। তাঁকেও মিনিট দুয়েক খেলার বাইরে থাকতে হয়। তবে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, স্পেন ভারতের বিরুদ্ধে আর গোল করতে পারেনি। শেষপর্যন্ত প্যারিস অলিম্পিক্সে টিম ইন্ডিয়ার হয়ে চতুর্থ পদক জয় করল ভারতীয় হকি দল। ভারতের এই জয়ে গোটা দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।